Humayun Kabir: ‘আর একবার জন্মাতে হবে… এত ক্ষমতা ওঁর নেই’, মিঠুনকে চ্যালেঞ্জ হুমায়ুনের
Humayun Kabir: লোকসভা নির্বাচনের আগে হুমায়ুন 'কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব' বলে মন্তব্য করেছিলেন। সেই মন্তব্য ঘিরে বিতর্কও হয়েছিল। সেই প্রসঙ্গ তুলেই হুমায়ুনকে পাল্টা জবাব দেওয়ার কথা বলেন মিঠুন।
কলকাতা: ‘কেটে নদীতে ভাসিয়ে দেব’ বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। সেই প্রসঙ্গ উত্থাপন করে প্রকাশ্য মঞ্চ থেকে বিধায়ককে কড়া বার্তা দিয়েছেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এবার সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে কার্যত মিঠুনকে চ্যালেঞ্জ ছুড়লেন হুমায়ুন কবীর। বিধায়কের দাবি, তাঁর ওপর আঘাত হানতে পারবেন, এতটা ক্ষমতাই নেই মিঠুনের।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনেই রবিবার হুমায়ুনকে হুঁশিয়ারি দিতে শোনা যায় মিঠুনকে। লোকসভা নির্বাচনের আগে হুমায়ুন ‘কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব’ বলে মন্তব্য করেছিলেন। সেই মন্তব্য ঘিরে বিতর্কও হয়েছিল। সেই প্রসঙ্গ তুলেই হুমায়ুনকে পাল্টা জবাব দেওয়ার কথা বলেন মিঠুন। তিনি বলেন, ভেবেছিলাম মুখ্যমন্ত্রী কিছু বলবেন, কিন্তু দেখলাম কিছুই বলা হয়নি। এরপর নাম না করে তিনি বলেন, “তোমাকে কেটে ভাগীরথীতে ভাসাব না, কারণ ভাগীরথী আমাদের মা। তোমার জমিতেই তোমাকে পুঁতে দেব।”
সোমবার এই বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “আরও একবার জন্মাতে হবে মিঠুন বাবুকে। উনি আমাকে পুঁতে দেবেন, এমন ক্ষমতা বা শক্তি উনি এখনও অর্জন করতে পারেননি। ওঁর চমকানি ধমকানিকে ভয় পায় না হুমায়ুন কবীর।”
উল্লেখ্য, হুমায়ুন কবীর বিভিন্ন সময়ে নানা বিতর্কিত মন্তব্যে শিরোনামে এসেছেন। তাঁর মন্তব্যে অনেক সময় অস্বস্তিতে পড়তে হয়েছে শাসক দলকেও।