কলকাতা : ফের কলকাতায় (Kolkata) রহস্যমৃত্যু। কাঁকুলিয়ার জোড়া খুনের রহস্যের সমাধানের কাজ এখনও চলছে। এরই মধ্যে ফের শহরে খুনের ঘটনা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, স্ত্রীকে খুন (Murder) করে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী (Husband)। আপাতত আহত অবস্থায় স্বামী হাসপাতালে চিকিৎসাধীন। তবে, মহিলাকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকেরা। কলকাতার গড়িয়া সংলগ্ন রামগড়ের (Ramhgarh) ঘটনা। কী কারণে খুন, তা এখনও স্পষ্ট নয়। তদন্দ শুরু করেছে পুলিশ।
শুক্রবার দুপুরের ঘটনা। স্বামী সাব্বির আলির বিরুদ্ধে খুনের অভিযোগ। পাশের বাড়িতে পরিচারিকার কাজ করতেল স্ত্রী সারমিন বিবি। দিনে দুপুর সেই বাড়িতে গিয়ে সারমিন বিবিকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। প্রকাশ্যে এমন একটি খুনের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। স্থানীয়রা কার্যত হতভম্ব। ক্ষতবিক্ষত অবস্থায় সারমিন বিবিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে স্বামী সাব্বির আলিকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে।
রামগড়ে এলাকার একটি বাড়িতে পরিচারিকার কাজ করতেন সারমিন বিবি। এ দিন দুপুর দেড়টা নাগাদ খবর পাওয়া যায়, যে বাড়িতে পরিচারিকার কাজ করতেন তিনি, সেই বাড়ির ছাদে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে। আর পাশের একটি নির্ণীয়মান বাড়িতে ক্ষতবিক্ষত অবস্থায় পড়েছিলেন সাব্বির আলি।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গত কয়েক দিন ধরে বাড়ি ফেরেননি গড়িয়ার বোড়ালের বাসিন্দা সারমিন বিবি। রামগড়ের ওই বাড়িতেই কাজ করছিলেন তিনি। জানা গিয়েছে, এ দিন ওই নির্ণীয়মান বাড়ির ছাদ লাফ মেরে সাব্বির আলি যান পাশের বাড়ির ছাদে। সেখানেই তিনি নিজের স্ত্রীকে কুপিয়ে খুন করেন। ধারাল অস্ত্র ব্যবহার করে একের পর এক কোপ বসান তিনি। সারমিন বিবির গলার নলি কেচে ফেলা হয়েছে। পুলিশের অনুমান এরপরই সাব্বির পেশের নির্ণীয়মান বাড়ি ফিরে আসে ও নিজের শরীরে কোপ বসায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করেছে পুলিশ
ঠিক কী কারণে এমন মারমুখী হয়ে উঠলেন সাব্বির, তা এখন স্পষ্ট নয়। তবে, মনে করা হচ্ছে পারিবারিক অশান্তিই এর মূল কারণ। তাঁদের এক ১২ বছরের সন্তান আছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন : কারোর ১০টা, কারোর ১১টা, কখন কাদের ক্লাস? তালিকা প্রকাশ করল বোর্ড