Suvendu Adhikari: ‘শুধু ৬ মাস দিন’, নিজেদের লক্ষ্যও জানিয়ে দিলেন শুভেন্দু

Pradipto Kanti Ghosh | Edited By: সঞ্জয় পাইকার

Dec 30, 2024 | 11:03 PM

Suvendu Adhikari: উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথের শাসন, অসমের হিমন্ত বিশ্বশর্মার শাসনের কথাও প্রায়ই বলেন বিধানসভার বিরোধী দলনেতা। বিজেপি ক্ষমতায় এলে ৬ মাসের মধ্যে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে দিলেন তিনি।

Suvendu Adhikari: শুধু ৬ মাস দিন, নিজেদের লক্ষ্যও জানিয়ে দিলেন শুভেন্দু
সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী

Follow Us

কলকাতা: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আর বছর দেড়েকও বাকি নেই। সেই নির্বাচনের আগে হিন্দুদের ফের একত্রিত হওয়ার আহ্বান জানালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একইসঙ্গে তাঁর বক্তব্য, ক্ষমতায় এলে ৬ মাসের মধ্যে ব্লিচিং পাউডার দিয়ে অনুপ্রবেশকারীদের পরিষ্কার করে দেবেন।

বাংলায় অনুপ্রবেশ নিয়ে লাগাতার রাজ্যের শাসকদলকে আক্রমণ করে চলেছেন শুভেন্দু। আর সেই প্রসঙ্গেই বাংলায় বিজেপিকে আনার আহ্বান জানালেন। বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনতে হিন্দু ভোটকে এক জায়গায় আনার কথা এর আগেও শোনা গিয়েছে শুভেন্দুর কণ্ঠে। এদিন ফের সেকথা বললেন তিনি। বলেন, “৩৯ শতাংশ এক হয়েছেন। আর ৫ শতাংশ ভোট দিতে আসুন।”

উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথের শাসন, অসমের হিমন্ত বিশ্বশর্মার শাসনের কথাও প্রায়ই বলেন বিধানসভার বিরোধী দলনেতা। বিজেপি ক্ষমতায় এলে ৬ মাসের মধ্যে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে দিলেন তিনি। অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা যদি ৬ মাসের পরিষ্কার করতে না পারি, পরের যেকোনও ভোটে ছুড়ে ফেলে দেবেন। আমাদের শুধু ৬ মাস দরকার। অনুপ্রবেশকারীদের ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করব। যোগী আদিত্যনাথের থেকে নিয়ে আসব। ওখানে খুব ভাল ব্লিচিং পাউডার রয়েছে।”

এই খবরটিও পড়ুন

ত্রিপুরা ও অসমের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ত্রিপুরায় অনেকে ধরে নিয়েছিলেন, সিপিএম ওখানে আরও ২৫ বছর থাকবে। সিপিএম নেই সেই রাজ্যে। অসমে সবাই ধরে নিয়েছিল, কংগ্রেস আজীবন থাকবে। কিন্তু, কংগ্রেস আর নেই সেখানে। অসমে বাঙালি ও অসমিয়ারা বিজেপিকে এনেছে।”

এরপরই পশ্চিমবঙ্গের কথা টেনে তিনি বলেন, “পশ্চিমবঙ্গের মানুষ একটু সময় নেয়। যাকে আনে, তাকে অনেক সময় দেয়। বিশ্বাস আর ধৈর্য ধরতে হবে। ভারতীয় সংস্কৃতি আর বিকাশবাদকে কেউ রুখতে পারবে না। পশ্চিমবঙ্গেও ভাল কিছু হবে। আমাদের নেতার নাম নরেন্দ্র দামোদারদাস মোদী।”

 

Next Article