কলকাতা: শুরু আশানুরূপ হয়নি। সেজন্য কেন্দ্রীয় নেতৃত্বের ভর্ৎসনাও শুনতে হয়েছে। কিন্তু, শেষবেলায় এসে ঝোড়ো ব্যাটিং বিজেপির। গেরুয়া শিবিরের সদস্য সংগ্রহ অভিযান ফের একদিনে এক লক্ষের গণ্ডি পার করল। সোমবার একদিনে সদস্য সংগ্রহ হল ১ লক্ষ ৮ হাজার ৭৩২। আর দলের কর্মকর্তাদের প্রয়াসে উচ্ছ্বসিত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বিজেপির সদস্য সংগ্রহের সূচনা করার সময় লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গিয়েছিলেন অমিত শাহ। বলেছিলেন, বাংলা থেকে এক কোটি সদস্য সংগ্রহ করতে হবে। কিন্তু, সদস্য সংগ্রহ অভিযান আশানুরূপ হয়নি। তার জন্য বঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল রাজ্য বিজেপি নেতাদের ভর্ৎসনা করেছিলেন। এমনকি, সদস্য সংগ্রহ অভিযানের দিনও বাড়ানো হয়। তারপরও সদস্য সংগ্রহ অভিযানে আশানুরূপ গতি আসেনি।
আগামী ৫ জানুয়ারি পর্যন্ত ফোন লাইন খোলা থাকবে। ৫ জানুয়ারি প্রথম অ্যাকটিভ সদস্যদের নাম প্রকাশ করা হবে। ১০ জানুয়ারি সক্রিয় সদস্যদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তার আগে বছর শেষে গতি পেয়েছে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান। গতকাল (রবিবার) ১ লক্ষ ১৭ হাজার ৫১০ জন সদস্য সংগ্রহ হয়েছিল। এদিনও এক লক্ষের বেশি সদস্য সংগ্রহ হল।
পরপর দু’দিন এমন সদস্য সংগ্রহ ঐতিহাসিক বলেই মনে করছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এর জন্য দলের নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “নেতা-কর্মীদের পরিশ্রমের ফলেই এটা সম্ভব হয়েছে।”