কলকাতা: আপমানের বছর ঘুরতেই নতুন ঝড়ের আশঙ্কা। আগামী ৪৮ ঘণ্টায় ক্রমশ আরও ঘনীভূত হতে চলেছে বঙ্গোপসাগরের উপরের থাকা নিম্নচাপ। এ দিন মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২২ মে বঙ্গোপসাগরের উপরে উত্তর আন্দামানের পাশে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে চলেছে। পরবর্তী সময়ে অর্থাৎ ২৩ মে-র মধ্যে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর তা ধীর গতিতে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবে।
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, ২৬ মে সন্ধ্যাবেলা এই ঘূর্ণিঝড় বাংলা এবং ওড়িশার উপকূলে প্রবেশ করবে। উপকূলে প্রবেশ করার সময় হাওয়ার গতিবেগ কমপক্ষে ৮০-৮৫ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। যার জেরে ২৫ মে সন্ধ্যার থেকে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ২৬ মে রাত থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। আজ, আগামিকাল ও পরশু প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হবে। ২২ মে বৃষ্টির পরিমাণ একটু কমবে। তারপর ২৫ মে থেকে বাড়তে থাকবে বৃষ্টির পরিমাণ। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও ঝড় বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: ‘ঝুঁকি নিয়ে কাজ করছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা’, ভ্যাকসিন চেয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
আবহাওয়ার পূর্বাভাসের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার সমস্ত মৎস্যজীবীদের ২৪ মে থেকে সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। এবং যারা ইতিমধ্যেই মাছ ধরতে গিয়েছেন, তাঁদেরকে ২৩ মে-র মধ্যে ফেরত আসার নির্দেশ দেওয়া হচ্ছে। ২৩ মে পর্যন্ত কলকাতার তাপমাত্রা ৩৭ ডিগ্রির আশেপাশে থাকবে। এরপর থেকে দিনের বেলা তাপমাত্রা অনেকটাই কমবে।
আরও পড়ুন: ‘এক সেকেন্ডের জন্য কথা বলতে দেওয়া হল না, এত অবহেলা!’ মোদীর বৈঠকে ক্ষুব্ধ মমতা