Kunal Ghosh: তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন কুণাল: সূত্র

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Mar 01, 2024 | 4:30 PM

Kunal Ghosh: সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, একটা নয়, একেবারে দু’টি পদ ছেড়ে দিয়েছেন কুণাল ঘোষ। সূত্রের খবর, পদ ছাড়ার পাশাপাশি রাজ্যের দেওয়া নিরাপত্তাও তিনি ছেড়েছেন। এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Kunal Ghosh: তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন কুণাল: সূত্র
কুণাল ঘোষ
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: পদ ছাড়া নিয়ে জল্পনা চলছিলই। শেষ পর্যন্ত জোড়া পদ ছাড়লেন ‘অভিমানী’ কুণাল। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের পদের পাশাপাশি দলীয় মুখপাত্রের পদও ছেড়েছেন বলে সূত্রের খবর। প্রসঙ্গত এদিন সকালেই দেখা গিয়েছিল এক্স মাধ্যমে তাঁর হ্যান্ডেলে বড় বদল। বায়োতে তাঁর রাজনৈতিক পদ আর দেখা যাচ্ছিল না। বদলে শুধু সাংবাদিক ও সমাজকর্মী এই দুই লেখা রয়েছে। তারপর থেকেই তাঁর পদ ছাড়া নিয়ে জল্পনা বাড়ছিল। শেষ পর্যন্ত সেই জল্পনা সত্যি করেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে একটা নয়, একেবারে দু’টি পদ ছেড়ে দিয়েছেন কুণাল ঘোষ। এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত, সম্প্রতি এক্স হ্যান্ডেলে বিস্ফোরক পোস্ট করতে দেখা গিয়েছে কুণালকে। লেখেন, ‘নেতা অযোগ্য, গ্রুপবাজ, স্বার্থপর। সারাবছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি, অভিষেক, দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না।’ তাঁর এই পোস্ট নিয়ে এদিন সকাল থেকেই জোরদার চর্চা চলছে রাজনৈতিক মহলে। এরইমধ্যে পদ ছাড়ার খবর সামনে আসতেই তা নিয়ে শুরু নতুন চর্চা। ইতিমধ্যেই তিনি তাঁর পদ ছাড়ার কথা দলের শীর্ষ নেতৃত্বকেও জানিয়েছেন বলে খবর।

সূত্রের খবর, পদ ছাড়ার পাশাপাশি রাজ্যের দেওয়া নিরাপত্তাও ছেড়েছেন কুণাল। রাজ্যের তরফে তাঁকে যে নিরাপত্তারক্ষীদের দেওয়া হয়েছিল তিনি তাঁদেরও আজ সকাল থেকে আসতে নিষেধ করে দেন। সূত্রের খবর, কলকাতারই এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে তাঁর ক্ষোভ রয়েছে। সেই অভিমানের জায়গা থেকে তিনি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন বলে আপাতত মনে করছে ওয়াকিবহাল মহল। কিন্তু, কে সেই ব্যক্তি তা নিয়েও চলছে জল্পনা। তবে কার বিরুদ্ধে তাঁর অভিযোগ রয়েছে তা দল জানে। যাঁর বিরুদ্ধে তাঁর অভিযোগ সেই নেতা, তাঁর কাজ দলের ক্ষতি করছে বলে মনে করছেন কুণাল। এমনটাই তাঁর ঘনিষ্ঠমহল সূত্রে জানা যাচ্ছে। তবে পদ ছাড়লেও তিনি জানিয়েছেন তিনি দলের একজন কর্মী। দলের হয়ে সব কাজ করতে থাকবেন। আপাতত এই পদগুলি তিনি ছেড়ে দিচ্ছেন।

Next Article