Bayron Biswas: তল্লাশিতে মিলেছে ৭১ লক্ষ টাকা, বায়রন বিশ্বাসের মোট কত টাকার সম্পত্তি আছে, জানেন
Bayron Biswas: হলফনামা অনুযায়ী, বায়রনের হাতে সেই সময় নগদ ছিল ১ লক্ষ ৯০ হাজার টাকা আর স্ত্রীর কাছে ছিল ৮৫ হাজার নগদ টাকা। এছাড়া বায়রনের একটি স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্টে ছিল ১৪ লক্ষ ৮০ হাজার টাকা। ছিল আরও চারটি অ্যাকাউন্ট। এছাড়াও রয়েছে গাড়ি, সোনা ইত্যাদি।
কলকাতা: সাগরদিঘির উপ নির্বাচনের আগে বায়রন বিশ্বাসের নাম সেভাবে চর্চায় আসেনি কখনও। কংগ্রেস প্রার্থী ঘোষণা করার পর সামনে আসে মুর্শিদাবাদের তরুণ ব্যবসায়ীর নাম। বিড়ি ব্যবসায়ীর ছেলে বায়রন খুব কম বয়স থেকেই ব্যবসার হাল ধরতে শুরু করেছিলেন। তবে রাজনীতির ধারে-কাছে থাকতেন না খুব একটা। গত কয়েক মাসে শুধু রাজনীতিতে পা দেওয়াই নয়, এক দল ছেড়ে আর এক দলে যেতে দেখা গিয়েছে বায়রনকে। বুধবার তাঁরই দুই বাড়ি থেকে মিলেছে থরে থরে সাজানো টাকা! ২৪ ঘণ্টা তল্লাশির পর ৭১ লক্ষ নগদ টাকা পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। বিড়ি কারখানা, কাগজ কারখানার পাশাপাশি নার্সিংহোমের মালিকও তিনি।
ঠিক কত সম্পত্তির মালিক বিধায়ক বায়রন বিশ্বাস?
সাগরদিঘি উপ নির্বাচনের সময় নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছিলেন বায়রন, তাতে দেখা যাচ্ছে, ২০১৭-১৮ সালে তাঁর আয় ছিল ৩৫ লক্ষ ৯৩ হাজার ২ টাকা। ২০১৮-১৯ সালে সেই আয় বেড়ে হয় ৬৯ লক্ষ ১৬ হাজার ১৪৯ টাকা। ২০১৯-২০ সালে বায়রনের আয় ছিল ৪৩ লক্ষ ৫৯ হাজার ৭৪০ টাকা। ২০২০-২১ সালে আয় ছিল ৪০ লক্ষ ৪২ হাজার ১৭০ টাকা। ২০২১-২২ সালে আয় বেড়ে হয় ৫৪ লক্ষ ২৮ হাজার ৮৭০ টাকা।
কত আয় করেন স্ত্রী সূরিয়া?
স্ত্রী সূরিয়া বিশ্বাসও বছরে লক্ষাধিক টাকা আয় করেন। আয়করের হিসেব সে কথাই বলছে। ২০১৭-১৮ সালে আয় ছিল ২২ লক্ষ ২১ হাজার ৮৮ টাকা। ২০১৮-১৯ সালে সেই আয় বেড়ে হয় ৪৫ লক্ষ ৪৪ হাজার ৩৬৫ টাকা। ২০১৯-২০ সালে সূরিয়ার আয় ২০ লক্ষ ১২ হাজার ৬০০ টাকা। ২০২০-২১ সালে আয় ছিল ২৬ লক্ষ ৭১ হাজার ৯৪০ টাকা। ২০২১-২২ সালে আয় বেড়ে হয় ৪১ লক্ষ ৬১ হাজার ৩০০ টাকা।
বাড়ি-গাড়ি মিলিয়ে কত কোটির মালিক বায়রন-সূরিয়া?
হলফনামা অনুযায়ী, বায়রনের হাতে সেই সময় নগদ ছিল ১ লক্ষ ৯০ হাজার টাকা আর স্ত্রীর কাছে ছিল ৮৫ হাজার নগদ টাকা। এছাড়া বায়রনের একটি স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্টে ছিল ১৪ লক্ষ ৮০ হাজার টাকা। ছিল আরও চারটি অ্যাকাউন্ট। তাঁর স্ত্রী সূরিয়ার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫২ হাজার টাকা ও অপর অ্যাকাউন্টে ৩১ লক্ষ টাকার কিছু বেশি ছিল।
বায়রনের নিজের বেশ কিছু ব্যবসা আছে। নার্সিংহোম, তামাক স্টোরে ছাড়াও একাধিক জীবন বিমাও রয়েছে তাঁর নামে। আর তাঁর স্ত্রী বিনিয়োগ করেছেন দুটি বিড়ি সংস্থায়। একটি সংস্থায় ২ কোটি টাকার বেশি বিনিয়োগ করেছিলেন সূরিয়া। বায়রনের নামে একটি ব্যক্তিগত লোন ছিল।
হলফনামা অনুযায়ী, বায়রনের গ্যারাজে রয়েছে একটি গাড়ি, যার দাম ৪৫ লক্ষ ৭৭ হাজার টাকা। বায়রনের নামে ছিল ১ লক্ষ ১০ হাজার টাকার সোনা আর স্ত্রীর নামে ৫ লক্ষ ৬০ হাজার টাকার সোনা। সব মিলিয়ে বায়রনের সম্পত্তির পরিমাণ ছিল ৩ কোটি ৫৩ লক্ষ ১২ হাজার টাকা আর স্ত্রীর সম্পত্তি ছিল ৩ কোটি ৩১ লক্ষ ২৩ হাজার টাকা। এছাড়া বায়রনের রয়েছে ৫০ লক্ষ টাকার জমি, বাড়িও।