Today Weather News: বড়দিনে তাপমাত্রা বাড়ার পূর্বাভাসের মধ্যেই এবার ‘খুশির খবর’ দিল হাওয়া অফিস, বিস্তারিত জানুন
Today Weather News: 'উষ্ণ' বড়দিনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শীতের পথ আগলে দাঁড়াবে বঙ্গোপসাগরের জলীয় বাষ্প। যার জেরে বড়দিনে কলকাতার পারদ পৌঁছতে পারে ১৭ ডিগ্রিতে। ১৪-১৫ ডিগ্রিতে পৌঁছতে পারে জেলার তাপমাত্রা।
কলকাতা: পর্যটকদের জন্য সুখবর দিল আবহাওয়া অফিস। বড়দিনের আগে তুষারপাতের সম্ভাবনা পাহাড়ে। ফের বরফ পড়তে পারে দার্জিলিং,সিকিমের উঁচু অংশে। নতুন করে বরফ সাদা হতে পারে সন্দাকফু-ফালুট, উত্তর ও পূর্ব সিকিম। তবে সমতলে শীতপ্রেমীদের জন্য দুঃসংবাদ।
‘উষ্ণ’ বড়দিনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শীতের পথ আগলে দাঁড়াবে বঙ্গোপসাগরের জলীয় বাষ্প। যার জেরে বড়দিনে কলকাতার পারদ পৌঁছতে পারে ১৭ ডিগ্রিতে। ১৪-১৫ ডিগ্রিতে পৌঁছতে পারে জেলার তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি। এই তাপমাত্রা দ্রুত স্বাভাবিকের উপরে উঠে যাবে বলছেন আবহবিদরা।
নিম্নচাপ আর ঘূর্ণিঝড়ের রেশ কাটিয়ে সবে শীতে আমেজ পেতে শুরু করেছিল বঙ্গবাসী। নভেম্বর মাসটা ঠান্ডার মজা না পেলেও ডিসেম্বরে ঠান্ডার আমেজ পেতে শুরু করেছিল বঙ্গবাসী। কিন্তু সেই সুখ বেশিদিন টিকল না। আবার উষ্ণতা বাড়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস। কিন্তু যাঁরা ঠান্ডা পছন্দ করেন না তাঁরা আপাতত স্বস্তিতেই থাকবেন। কারণ হালকা ঠান্ডার আমেজেই মজা পাবেন তাঁরা। এ দিকে, পাহাড়ে আবার তুষারপাতের পূর্বাভাস। তাই যে সকল পর্যটকের আগামী কয়েকদিনের মধ্যেই পাহাড়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তুষারপাত তাঁদের জন্য যে উপড়ি উপহার তা বলার অপেক্ষা রাখে না।