International Women’s Day: এবছর ভিন রাজ্যেও আন্তর্জাতিক নারী দিবস উদযাপন তৃণমূলের

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Feb 19, 2022 | 6:05 PM

TMC: প্রতি বছরই তৃণমূল মহিলা কংগ্রেস শহরের বিভিন্ন প্রান্ত থেকে এই পদযাত্রা করে। দলের মহিলা নেতা-কর্মীরা পা মেলান এই পদযাত্রায়।

International Womens Day: এবছর ভিন রাজ্যেও আন্তর্জাতিক নারী দিবস উদযাপন তৃণমূলের
আন্তর্জাতিক নারী দিবসে রাজপথে নামতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: বৃহত্তর পরিসরে তৃণমূলের নারী দিবসের অনুষ্ঠান। ৮ মার্চ বাংলার বিভিন্ন ব্লকে পালিত হবে এই অনুষ্ঠান। এ রাজ্যের প্রতিটি ব্লকের পাশাপাশি ভিন রাজ্যেও তৃণমূল এই দিনটিকে আলাদাভাবে উদযাপন করবে বলেই সূত্রের খবর। প্রতি বছরই এই আন্তর্জাতিক নারী দিবসে তৃণমূল কংগ্রেস কলকাতায় পদযাত্রা করে। বিভিন্ন সময় সে যাত্রায় অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে এ বছর তিনি অংশগ্রহণ করবেন কি না সে ব্যাপারে এখনও চূড়ান্ত কিছু তৃণমূলের তরফে জানানো হয়নি। গত বছরও বিভিন্ন ব্লকে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছিল। এবার বাংলার সঙ্গে যুক্ত হচ্ছে গোয়া, ত্রিপুরার মতো একাধিক রাজ্য। মূলত যেসব রাজ্যে তৃণমূল কংগ্রেস নিজেদের শাখা তৈরি করেছে সেখানেই এই উদযাপন হবে।

প্রতি বছরই তৃণমূল মহিলা কংগ্রেস শহরের বিভিন্ন প্রান্ত থেকে এই পদযাত্রা করে। দলের মহিলা নেতা-কর্মীরা পা মেলান এই পদযাত্রায়। নারী শক্তিই যে তৃণমূলের অন্যতম শক্তিবর্ধক বিভিন্ন সভায় সে কথা বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের প্রার্থী তালিকায় নাম থেকে জনপ্রতিনিধি বাছাই, মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ক্ষেত্রে ৫০ শতাংশ সংরক্ষণ রেখেছেন। একুশের বিধানসভা ভোটে বিপুল জয়ের একটা বড় অংশের কৃতিত্বও ‘অর্ধেক আকাশ’কেই দিয়েছেন তিনি।

সূত্রের খবর, এবার আন্তর্জাতিক নারী দিবসকে বাড়তি গুরুত্ব দিয়ে পালনের চিন্তাভাবনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই অনুষ্ঠানের দায়িত্বে থাকবেন কাকলি ঘোষ দস্তিদার, শশী পাঁজা ও চন্দ্রিমা ভট্টাচার্য। সূত্রের খবর, কলকাতার কর্মসূচিতে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 আরও পড়ুন: First aid facilities in trains: লোকাল ট্রেনে মেয়াদ উত্তীর্ণ ফার্স্ট এইড বক্স! কোনওটা চার বছরের পুরনো, কোনওটা বছর দু’য়ের

আরও পড়ুন: Mother Son Unnatural Death: বিছানায় পড়ে মা, মাটিতে স্বামী, অনুষ্ঠান বাড়ি থেকে ফিরে স্ত্রী সাক্ষী থাকলেন ভয়ঙ্কর দৃশ্যের

আরও পড়ুন: TMC State Committee: জাতীয় কর্মসমিতির পর এবার তৃণমূলে রাজ্য কমিটির তোড়জোড়! শীঘ্রই ঘোষণা হতে পারে নতুন তালিকা

Next Article