কলকাতা: বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day)। নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতর থেকে শুরু করে দেশের প্রতিটি কোণায় পালিত হচ্ছে যোগ দিবস। রাজ্যও ব্য়তিক্রম নয়। এ দিন সকালে রাজভবনে যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অন্যদিকে, সমুদ্রনগরী দিঘাতেও যোগ দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে অংশ নেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজভবনে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের। যোগাসন করতে সামিল হন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। সকলের সঙ্গে তিনি বেশ কিছু যোগাসন অভ্যাস করেন। কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাঁর ভিডিয়ো কনফারেন্সে বৈঠক থাকায়, মাঝপথেই অনুষ্ঠান ছেড়ে যেতে হয় তাঁকে।
অন্যদিকে, যোগ দিবসের অনুষ্ঠানে সামিল হন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও। দিঘায় সমুদ্রের পাড়ে একটি জায়গায় আয়োজন করা হয়েছিল যোগ দিবসের অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানে নেতৃত্ব দিতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। জাতীয় সঙ্গীত গেয়ে সূচনা করা হয় অনুষ্ঠানের।