AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BLO: ৪ হাজারের বেশি BLO নিয়োগে অনিয়ম? রিপোর্ট চাইল কমিশন

Kolkata: সম্প্রতি, পুরুলিয়া থেকে এমন অভিযোগ এসেছে। পুরুলিয়ার বলরামপুর বিধানসভা কেন্দ্রের অধীনে পুরুলিয়া ১ নম্বর ব্লক থেকে এসেছে গুরুতর অভিযোগ। সেখানে সহকারি শিক্ষিকা হিসেবে দেখিয়ে পার্শ্ব শিক্ষিকাদের বিএলও-দের কাজে পাঠানো হচ্ছে বলে অভিযোগ।

BLO: ৪ হাজারের বেশি BLO নিয়োগে অনিয়ম? রিপোর্ট চাইল কমিশন
কয়েকটি জেলায় BLO নিয়োগে অভিযোগImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 18, 2025 | 7:04 PM
Share

কলকাতা: নির্বাচনের কমিশনের নজরে এবার বিএলও (BLO) নিয়োগ। চার হাজারেরও বেশি বিএলও-দের নিয়োগে অনিয়মের অভিযোগ উঠছে। জেলাশাসকদের থেকে এবার রিপোর্ট চাইল CEO দফতর।

জানা যাচ্ছে, দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব মেদিনীপুরে বিএলও নিয়োগ নিয়ে এমন অভিযোগ উঠেছে। সেই কারণেই সংশ্লিষ্ট জেলাশাসকদের তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকাকে দফতরের। আগামী সপ্তাহের মাঝামাঝি রিপোর্ট দেওয়ার নির্দেশ জেলাশাসকদের। বুথ লেভেল অফিসার নিয়োগ নিয়ে বিজেপি তরফে সবথেকে বেশি অভিযোগ জানানো হয়েছিল। সিপিআইএমের তরফেও অভিযোগ জানানো হয়েছিল কমিশনে। তারপরই নড়েচড়ে বসে কমিশন।

সম্প্রতি, পুরুলিয়া থেকে এমন অভিযোগ এসেছে। পুরুলিয়ার বলরামপুর বিধানসভা কেন্দ্রের অধীনে পুরুলিয়া ১ নম্বর ব্লক থেকে এসেছে গুরুতর অভিযোগ। সেখানে সহকারি শিক্ষিকা হিসেবে দেখিয়ে পার্শ্ব শিক্ষিকাদের বিএলও-দের কাজে পাঠানো হচ্ছে বলে অভিযোগ। সেই বিষয়টি আবার স্বীকারও করে নিয়েছেন ওই সকল শিক্ষিকারা। যদিও, পুরুলিয়া ১নম্বর ব্লকের বিডিও মনোজ মাইতি বলেছিলেন এমন কোনও ঘটনাই ঘটেনি। তিনি বলেন, “বলরামপুর বিধানসভার কেন্দ্রের আমাদের বুথস্তরে বিএলও নিয়োগ নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই করা হয়েছে। বেনিয়মের কোনও প্রশ্নই নেই।”

আজ আবার লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহা বলে বসেছেন, BLO-দের গতিবিধি নজরে রাখা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, তৃণমূলের এজেন্টরা থাকবেন বিএলও (BLO) সঙ্গে। অভিজিৎ বলেন, “কালীপুজোর পর থেকে এসআইআরের কাজ শুরু হবে। এ নিয়ে কোনও বিভ্রান্তি, কোনও দ্বিমত নেই। বিএলওরা কবে কোন বুথে যাচ্ছেন এটা আপনারা আগাম খবর পেয়ে যাবেন এখানকার নেতৃত্বের কাছ থেকে। আমাদের যিনি বুথ লেভেল এজেন্ট থাকছেন তাঁর দায়িত্ব ওই বুথ লেভেল অফিসারের সঙ্গে বুথের প্রতিটা বাড়িতে যাওয়া। আপনার সেই অধিকার আছে।”