AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nawsad Siddique: ‘কেন্দ্রে TMC-র জোটসঙ্গীদের সঙ্গে বাংলায় জোট নয়’, ক্লিয়ার কাট নওশাদ

Nawsad Siddique: ধরি মাছ না ছুঁই পানি-তে যে তারা নেই তা বুঝিয়ে দেন ভাঙড়ের বিধায়ক। বলেন, "কেন্দ্রে কংগ্রেস-তৃণমূল-বাম ইন্ডিয়া জোটের মধ্যেও থাকবে। আর বাংলাতে এর সঙ্গে ওর সঙ্গে থাকব না, এই জোটে আমরা নেই। ইন্ডিয়া জোটে যদি তৃণমূল থাকে আমরা সেখানে থাকব না। আর সেই জোটে যদি জাতীয় স্তরে কোনও রাজনৈতিক দল থাকে বাংলাতেও আমরা তাদের সঙ্গে থাকব না।"

Nawsad Siddique: 'কেন্দ্রে TMC-র জোটসঙ্গীদের সঙ্গে বাংলায় জোট নয়', ক্লিয়ার কাট নওশাদ
নওশাদ সিদ্দিকিImage Credit: Facebook
| Edited By: | Updated on: Nov 01, 2023 | 7:51 AM
Share

কলকাতা: তৃণমূলের সঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা আইএসএফ (ISF)। কেন্দ্রে যারা ঘাসফুল শিবিরের সঙ্গে জোট করেছে বাংলায় তাদের সঙ্গে থাকবে না আইএসএফ। লোকসভা ভোটের আগে সাফ জানিয়ে দিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকি। পরিষ্কার বললেন, “ধরি মাছ না ছুঁই পানির পক্ষে আমরা নই” আর বিধায়কের এ হেন মন্তব্যের পরই উঠছে প্রশ্ন। তাহলে আসন্ন ভোটে একাই লড়বে আইএসএফ? বাংলায় কি বাম-কংগ্রসের সঙ্গে হাত মেলাবে না তারা ?

কেন্দ্রে বিজেপি সরকারকে গদিচ্যুত করতে ২৮টি ছোট-বড় বিরোধী দল একজোট হয়ে ‘ইন্ডিয়া’ জোট গঠন করেছে। তার মধ্যে একদিকে যেমন তৃণমূল রয়েছে, তেমনই রয়েছে সিপিএম-কংগ্রেস। কেন্দ্রে জোট করলেও এ রাজ্যে বাম-কংগ্রেসের ‘শত্রু’ তৃণমূল। সেই কারণে বারংবার প্রশ্ন উঠছিল কংগ্রেস-সিপিএম এর অবস্থান নিয়ে। যদিও, এ নিয়ে বাম নেতারা ‘দিল্লিতে দোস্তি বাংলায় কুস্তি’-র তত্ত্ব তুলে ধরেছেন। তাদের বক্তব্য, রাজ্যে তৃণমূল শত্রু। এতদিন যে ভাবে রাজ্যের শাসকদলের কাজের সমালোচনা করে এসেছে সেই রকমই করবে। অপরদিকে, কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীও দিল্লিতে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট নিয়ে না খুশ। এই পরিস্থিতিতে জল্পনা বাড়ছিল লোকসভা ভোটের সময় এ রাজ্যে কী দাঁড়াবে রাজনৈতিক সমীকরণ?

সেই বিষয় নিয়েই মঙ্গলবার সাফ জানান নওশাদ। ধরি মাছ না ছুঁই পানি-তে যে তারা নেই তা বুঝিয়ে দেন ভাঙড়ের বিধায়ক। বলেন, “কেন্দ্রে কংগ্রেস-তৃণমূল-বাম ইন্ডিয়া জোটের মধ্যেও থাকবে। আর বাংলাতে এর সঙ্গে ওর সঙ্গে থাকব না, এই জোটে আমরা নেই। ইন্ডিয়া জোটে যদি তৃণমূল থাকে আমরা সেখানে থাকব না। আর সেই জোটে যদি জাতীয় স্তরে কোনও রাজনৈতিক দল থাকে বাংলাতেও আমরা তাদের সঙ্গে থাকব না।”

সম্প্রতি বামেদের সঙ্গে আসন সমঝোতা নিয়েও আপোষ করতে চায়নি ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা আইএসএফ (ISF)। সূত্রের খবর, একাধিক লোকসভা কেন্দ্রে প্রার্থী দিতে চান নওশাদ সিদ্দিকীরা। সূত্রের খবর, বামেদের কাছে এই আসনগুলি দাবি করবে আইএসএফ। সেই আসন না ছাড়লে একলা চলো নীতিও পারে বলে জানা যায়। এর মধ্যেই নওশাদের এহেন বক্তব্যে বাড়ছে রাজনৈতিক পারদ।