কাল হল কোভিড! রথে নয়, ১৫ গাড়ির কনভয়ে মাসির বাড়ি যাবেন জগন্নাথ
Rathyatra at ISKON: সুবর্ন জয়ন্তী পালনে গত সাত বছর ধরে প্রস্তুতি চলছিল। কিন্তু করোনার কারণে এ বার সব বাতিল। পুলিশের গাড়ি কনভয় করে মাসির বাড়ি পৌঁছে দেবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে।
কলকাতা: সাত বছর ধরে পরিকল্পনা চলছিল কলকাতার ইস্কনে। এ বার তাদের রথযাত্রার ৫০-এ পা দেওয়ার কথা। তাই ভক্তরা গত ৭ বছর ধরে কলকাতার রথযাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু বাধ সাধল কোভিড। সব পরিকল্পনাই বাতিল করেছে মন্দির কর্তৃপক্ষ। বিশাল শোভাযাত্রা করার ইচ্ছে থাকলেও এ বার কোনও জমায়েতই হতে দেবে না তারা। তাই গাড়িতে চাপিয়েই জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হবে মাসির বাড়ি। কলকাতা পুলিশের গাড়ির কনভয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মাসির বাড়ি পৌঁছে দিয়ে আসবে। অনুষ্ঠান দেখতে হবে ভার্চুয়ালি। ফেসবুক ও ইউটিউবে লাইভ দেখানো হবে জগন্নাথ দেবের যাত্রা।
মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে এ বার তাঁদের পরিকল্পনা ছিল তিন কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রা করার। বিশ্বব্যাপী বিভিন্ন দেশের দেড় শতাধিক ভক্ত ও দেশের ১২০০ ইসকন কেন্দ্রের ভক্তদের আমন্ত্রণ করার পরিকল্পনাও ছিল। আমেরিকা থেকে হনুমানজি বেলুন ও আরও অনেক আকর্ষণীয় বস্তু আনার প্রস্তুতিও নিচ্ছিলেন ভক্তরা। কিন্তু এ বার সব পরিকল্পনাই বাতিল করতে হয়েছে। কোভিডের দ্বিতীয় তরঙ্গের ধ্বংসাত্মক চেহারা দেখেই সে সব বাতিল করা হয়েছে।
অনুষ্ঠান বাতিল হলেও মাসির বাড়ি যাবেন জগন্নাথ। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে ২২, গুরুসদয় রোডে নিয়ে যাওয়া হবে। সেখানে একটি প্রাঙ্গনে ২০ জুলাই সন্ধে অবধি রাখা হবে। সাধারণ মানুষ ওই কয়েকদিন সেখানে গিয়ে বিগ্রহ দর্শন করতে পারবেন। তবে রথে নয়, বিগ্রহ যাবে গাড়িতে। ১৫ গাড়ির কনভয় থাকবে। কলকাতা পুলিশের পাইলট কার গন্তব্যে নিয়ে যাবে। উল্টো রথের দিন একই ভাবে ফিরিয়ে আনা হবে দেব ও দেবী মূর্তি।
আরও পড়ুন: আবার ফেসবুক পোস্ট সৌমিত্রের, জল আর দুধের গল্পে কাকে বার্তা?
প্রত্যেক বার এই ইস্কনের রথে দড়িতে হাত লাগান মুখ্যমন্ত্রী মমতা। কিন্তু এ বার বিধিনিষেধের কারণেই থাকবেন না তিনি। তবে রথের দিন জগন্নাথ, বলদেব এবং সুভদ্রার জন্য ভোগ এবং নৈবেদ্য পাঠাবেন তিনি।