এবার নব কলেবরে ‘জাগো বাংলা’, দৈনিক পত্রিকা রূপে আত্মপ্রকাশ, টুইটে জানালেন অভিষেক

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jul 10, 2021 | 8:38 PM

Jago Bangla: ২০০৪ সালে সাপ্তাহিক জাগো বাংলার প্রকাশ শুরু। প্রথমে এই মুখপত্রের সম্পাদক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে।

এবার নব কলেবরে জাগো বাংলা, দৈনিক পত্রিকা রূপে আত্মপ্রকাশ, টুইটে জানালেন অভিষেক
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: রাজ্যের মসনদে তৃতীয় বারের জন্য বসেছে তৃণমূল সরকার। জয়ের হ্যাট্রিকের পরই দলের সাপ্তাহিক মুখপত্রকে দৈনিক করার সিদ্ধান্ত শাসকদলের। শনিবার টুইট করে ‘জাগো বাংলা’ নবরূপে প্রকাশের কথা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস। সেই দিন থেকেই ‘দৈনিক জাগো বাংলা’র আত্মপ্রকাশ হচ্ছে।

২০০৪ সালে সাপ্তাহিক জাগো বাংলার প্রকাশ শুরু হয়। প্রথমে এই মুখপত্রের সম্পাদক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। বর্তমানে তার সম্পাদক পার্থ চট্টোপাধ্যায়। প্রতি সপ্তাহে প্রকাশিত হয় এই পত্রিকা। করোনাকালে যখন মুদ্রণের সমস্যা হয়েছে, তখনও ডিজিটালি তা প্রকাশিত হয়েছে। বাদ পড়েনি একটি সংখ্যাও। প্রতি বছর শারদসংখ্যা প্রকাশে রীতিমতো চমক লাগিয়ে দেয় জাগো বাংলা। দেবী পক্ষের সূচনার দিন অর্থাৎ মহালয়ায় পুজোসংখ্যার আত্মপ্রকাশ হয়। যদিও গত বার এই সূচিতে খানিক বদল এসেছিল। নজরুল মঞ্চে বর্ণাঢ্য অনুষ্ঠানে হাজির থাকেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের তাবড় ব্যক্তিত্ব। মলাট চিত্র আঁকেন স্বয়ং দলনেত্রী।

বহু দিন ধরেই শোনা যাচ্ছিল জাগো বাংলা দৈনিক হিসাবে প্রকাশিত হবে। অবশেষে আগামী ২১ জুলাই থেকে তা হতে চলেছে বলে খবর। রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় জানান, শুধু দলীয় কর্মীরা নন, সাধারণ মানুষের কাছে প্রতিদিন তৃণমূলের কর্মসূচি, উন্নয়নের খবর পৌঁছে দেওয়ার জন্যও জাগো বাংলা দৈনিকে পরিণত হচ্ছে। আরও পড়ুন: ‘ঠাকুরপো’র সঙ্গে পালাতে গিয়ে ধরা পড়েই চিৎকার মহিলার, ‘স্বামীকে চাই না, এর সঙ্গেই সংসার থাকব’

স্বাধীনতার অনেক আগে থেকেই দেশের রাজনৈতিক দলগুলির কাছে মত প্রকাশের অন্যতম হাতিয়ার নানা পত্রিকা। মহাত্মা গান্ধী নিজের সম্পাদনা করতেন হরিজন ও ইয়াং ইন্ডিয়া-র। সুভাষচন্দ্র বসু বের করতেন রাজনৈতিক সাপ্তাহিক ফরওয়ার্ড ব্লক। পরে মুখপত্র বা পত্রিকা প্রকাশের কাজ সংগঠিতভাবে শুরু করেন কমিউনিস্ট পার্টির নেতা-কর্মীরা। এই ধারাতেই যুক্ত হয় কালান্তর, গণশক্তি। রাস্তার মোড়ে মোড়ে পত্রিকা রাখার স্ট্যান্ডে দেখা মিলত গণশক্তির। বহু এলাকায় এখন সেই জায়গা নিয়েছে জাগো বাংলা। এবার প্রতিদিনই তা হাতে পাবেন পাঠকরা।

Next Article