ভ্যাকসিনের আকালে বিপাকে পুর কর্তৃপক্ষ, ৪ দিন প্রথম ডোজ়ের টিকাকরণ বন্ধ কলকাতায়

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Jul 10, 2021 | 8:27 PM

Kolkata Covid 19 Vaccine: পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম শনিবার জানিয়েছেন, মঙ্গলবারের আগে ফের প্রথম ডোজ়ের টিকাকরণ শুরু হচ্ছে না।

ভ্যাকসিনের আকালে বিপাকে পুর কর্তৃপক্ষ, ৪ দিন প্রথম ডোজ়ের টিকাকরণ বন্ধ কলকাতায়
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: জুলাই মাসে পশ্চিমবঙ্গকে মোট ৯০ লক্ষ টিকার ডোজ় সরবরাহ করবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই মতো ধাপে ধাপে ভ্যাকসিন আসছে রাজ্যে। কিন্তু কেন্দ্রের জোগান কিছুতেই রাজ্যের চাহিদার সঙ্গে পাল্লা দিতে পারছে না। যে কারণে আগেও একবার প্রথম ডোজ়ের ভ্যাকসিন দেওয়া বন্ধ হয়েছিল কলকাতা। শুক্রবার থেকে ফের কলকাতা পুরসভার টিকাকরণ ক্যাম্পে শুধুই দ্বিতীয় ডোজ়ের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম শনিবার জানিয়েছেন, মঙ্গলবারের আগে ফের প্রথম ডোজ়ের টিকাকরণ শুরু হচ্ছে না। কারণ, টিকার আকাল।

ফিরহাদ হাকিম এ দিন জানান, রবিবার ও সোমবার পুরসভা ছুটি থাকছে। যে কারণে ওই দু’দিনও প্রথম ডোজ় দেওয়া সম্ভব হবে না। যার ফলে কার্যত চারদিন ধরে কলকাতা পুরসভা এলাকার সমস্ত ক্যাম্পে প্রথম ডোজ়ের টিকা দেওয়া বন্ধ থাকবে। কিন্তু কেন এই ধরনের পরিস্থিতি। ফিরহাদ দ্বর্থ্যহীন ভাষায় জানান, কেন্দ্রের তরফে পর্যাপ্ত পরিমাণ টিকা না আসার কারণেই এমন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে শহরবাসীকে। সরবরাহ বৃদ্ধি না পেলে এই অবস্থা কাটার কোনও সম্ভবনাও নেই বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের ‘বাবাকে বলো’ প্রচার নিয়ে পুলিশের দ্বারস্থ সাংসদ দিব্যেন্দু

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবকে নিয়েও শনিবার মুখ খোলেন ববি। তিনি বলেন, “বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে সিট গঠন করে তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। হাইকোর্ট পুলিশের তদন্ত নিয়ে সন্তোষ প্রকাশ করেছে।” যদিও টিকার আকালের কারণে পুর কর্তৃপক্ষ যে কার্যত কিছুটা বিপাকে পড়েছেন তা স্বীকার করে নিয়েছেন ফিরহাদ।

আরও পড়ুন: প্রতারক সনাতন ‘চরিত্রবান’, সার্টিফিকেট দিয়েছিল বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদ

Next Article