ইলিশ-পাঁঠার দিকে তাকালেই চোখে সর্ষে ফুল, জামাইয়ের পাতে মুরগি-কাতলা তুলতেই কালঘাম ছুটছে মধ্যবিত্তের

Jamai Sashthi Market Price: সবজি থেকে শুরু করে ফল, মাছ-মাংস, যেদিকেই তাকান না কেন, জামাইষষ্ঠীতে গোটা বাজারেই আগুন। তাপপ্রবাহে যেমন গরম বাড়ছে, তাতে যেন আরও কয়েক ডিগ্রি যোগ করে দিচ্ছে তরি-তরকারি, মাছ-মাংসের দাম।

ইলিশ-পাঁঠার দিকে তাকালেই চোখে সর্ষে ফুল, জামাইয়ের পাতে মুরগি-কাতলা তুলতেই কালঘাম ছুটছে মধ্যবিত্তের
প্রতীকী চিত্রImage Credit source: TV9 বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Jun 12, 2024 | 11:08 AM

কলকাতা: জামাই আদরের সুযোগ মেলে এই একটা দিনই। তাই আয়োজনে কোনও খামতি রাখতে চান না শ্বশুর-শাশুড়িরা। কিন্তু যত দিন যাচ্ছে, বদলাচ্ছে জামাই ষষ্ঠীর চল। বাড়িতে এলাহি আয়োজনের বদলে অনেকেই রেস্তোরাঁয় নিয়ে গিয়ে জামাইষষ্ঠী থালি দিয়েই আপ্যায়ন করছেন জামাইকে। আর করবেন নাই বা কেন, বাজারে যা দাম, তার তুলনায় রেস্তোরাঁর ১০০০-২০০০ টাকার থালিও সস্তা বলেই মনে হয়।

সবজি থেকে শুরু করে ফল, মাছ-মাংস, যেদিকেই তাকান না কেন, জামাইষষ্ঠীতে গোটা বাজারেই আগুন। তাপপ্রবাহে যেমন গরম বাড়ছে, তাতে যেন আরও কয়েক ডিগ্রি যোগ করে দিচ্ছে তরি-তরকারি, মাছ-মাংসের দাম। আজ বাজার দর কেমন, এক নজরে দেখে নেওয়া যাক-

সবজির দাম-

  • পটল– ৬০ টাকা/কেজি
  • ঢেড়স– ৬০ টাকা/কেজি
  • ঝিঙে– ৬০ টাকা কেজি।
  • করলা– ১০০ টাকা/কেজি।
  • কাঁচা লঙ্কা – ৮০ টাকা/কেজি।
  • শসা– ৮০ থেকে ১০০ টাকা/কেজি।
  • টমেটো– ৫০ টাকা/কেজি।

ফলের দাম-

  • লিচু– ১০০ থেকে ২০০ টাকা/কেজি
  • হিমসাগর আম– ১০০ টাকা/কেজি
  • ল্যাংড়া আম– ৮০ টাকা থেকে ১০০ টাকা/কেজি
  • কাঁঠাল– ১০০ টাকা/কেজি
  • জাম– ২৫০ টাকা/কেজি

মাছ-মাংসের দাম-

  • মুরগির মাংস– ২২০ টাকা/কেজি
  • পাঁঠার মাংস– ৮৬০ টাকা/কেজি
  • চিংড়ি মাছ– ৩৫০ টাকা/কেজি
  • ইলিশ মাছ -২০০০ টাকা/কেজি
  • চিতল পেটি– ৮০০ টাকা/কেজি
  • আড় মাছ (কাটা)– ৬০০ টাকা/কেজি
  • ভেটকি মাছ -৬০০-৭০০ টাকা/কেজি
  • বাগদা চিংড়ি– ১৫০০ টাকা/কেজি
  • খোকা ইলিশ– ১০০০ টাকা/কেজি
  • কাতলা মাছ -৫০০ টাকা/কেজি

অন্যদিকে, জামাইষষ্ঠীতে মিষ্টির পসারও বিশাল। সকাল থেকেই মিষ্টির দোকানগুলিতে লম্বা লাইন। বাটার স্কচ, জলভরা, স্ট্রবেরি সন্দেশ, ডার্ক চকলেট ইত্যাদি নানা রকমের সন্দেশ আনা হয়েছে বিভিন্ন নামকরা মিষ্টির দোকানে।