jay Banerjee: রাজীবের পর বিজেপি ছাড়ছেন ‘অভিমানী’ জয়, এবার কি তৃণমূলের পথে?

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 06, 2021 | 4:09 PM

BJP: ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে তাঁর কেন্দ্রীয় নিরাপত্তা।

jay Banerjee: রাজীবের পর বিজেপি ছাড়ছেন অভিমানী জয়, এবার কি তৃণমূলের পথে?
ফাইল ছবি

Follow Us

কলকাতা: রাজীব বন্দ্য়োপাধ্যায়ের (Rajib Banerjee) পর কি এবার জয় বন্দ্যোপাধ্যায়? বিজেপি ছাড়ছেন তিনি? তাহলে দলবদল করে কি তৃণমূলে যোগদানে সম্ভবনা রয়েছে তাঁর? এইরকম একাধিক প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।

ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে জয়ের কেন্দ্রীয় নিরাপত্তা। পাশাপাশি খবর মিলেছে জাতীয় কর্মসমিতি থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। এই বিষয়ে জয় বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, তিনি বিজেপি ছাড়ছেন। যেই দলের সঙ্গে মানুষ নেই সেই দলে থেকে কোনও লাভ নেই। যেই দলে মানুষ রয়েছেন সেখানেই তিনি যাবেন। কারণ সেখানেই কাজ করার সুযোগ পাবেন।

সূত্রের খবর, ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি দিয়েছেন জয় বন্দ্যোপাধ্যায় (jay Banerjee)। সেই চিঠির শেষ লাইনে তিনি উল্লেখ করেছেন যে তিনি বিজেপি(BJP) ছেড়ে দিচ্ছেন তবে কোন দলে যোগদান করছেন সেই বিষয়ে খোলাখুলি কিছু জানাননি।

এই বিষয়ে জয় বন্দ্যোপাধ্যায় বলেন,”আমি বিজেপিতেই ছিলাম প্রথম থেকে। কিন্তু কিছু বিষয়ে আমার দলের উপর খারাপ লাগা তৈরি হয়েছে। আমি খুবই দুঃখ পেয়েছি। আমায় জাতীয় কার্যনির্বাহী পদ থেকে সরিয়ে রাজীব বন্দ্য্যোপাধ্যায়কে করা হয়েছিল। এখন তিনিও দলবদল করে নিয়েছেন। একাধিকবার আমি এই রাজ্যে মার খেয়েছি। তবুও গতকাল আমার নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়। সেই কারণে প্রধানমন্ত্রীকে আমি জানিয়ে দিয়েছি যে আমি নিজেকে বিজেপি থেকে সরিয়ে নিলাম। আর আমি মানুষের কাজ করি। তাই যেই দলের সঙ্গে মানুষ রয়েছে আমি সেই দলে রয়েছি। যেই দল মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সেই দল আমি ছাড়ছি”

পাশাপাশি তিনি আরও যোগ করে বলেন,’আমি ২০১৪ সাল থেকে জীবন বিপন্ন করে বীরভূম,মুর্শিদাবাদ ঘুরেছি। যখন কেউ ছিল না সেই সময়ও আমি সবটুকু দিয়ে ঝাঁপিয়ে পড়ে কাজ করে গিয়েছি। এরপর ২০১৭ সালে নরেন্দ্র মোদীর চোখে-চোখ রেখে আমি কলাইকুন্ডাই বিমানবন্দরে তাঁকে জানাই যে, আমি দলের হয়ে প্রচুর কাজ করি কিন্তু তারপরও আমায় অবহেলা করা হয়।’

অবশ্য এখানেই শেষ হয়নি নালিশ। বিজেপি এই নেতা উগরে দেন আরও ক্ষোভ। বলেন,” আমি বিগত এক মাস অসুস্থ ছিলাম। দলের তরফে একটাও খোঁজ নেওয়া হয়নি আমার। তবে আমি এখনও বলছি কেন্দ্রীয় নেতৃত্ব আমায় খুবই ভালোবাসেন। তাঁরা আমাকে বিজেপি থেকে সরিয়ে দেয়নি। আমি নিজেকে বিজেপি থেকে সরিয়ে নিয়েছি।”

আরও পড়ুন: Covaxin: হু-র ছাড়পত্র পেতেই বড় পদক্ষেপ, শিশুদের করোনা টিকা হিসাবে কোভ্যাক্সিন ব্যবহারের আবেদন সংস্থার

আরও পড়ুন: J&K Gang War: সার্ভিস রিভলভার দিয়ে ২জনকে খতম করেই গা ঢাকা, গোষ্ঠীদ্বন্দ্বে সামিল খোদ পুলিশকর্মীরাই!

আরও পড়ুন: Bankura: মুসলিম ভাইদের ফোঁটা দিলেন পুলিশ দিদিরা!

Next Article