Jorabagan Murder: মায়ের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল, জোড়াবাগানের প্রৌঢ় খুনে নদিয়া থেকে গ্রেফতার নাবালক
Jorabagan Murder: অভিযোগ, বচসা চলাকালীনই ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে নাবালক। যেহেতু বাড়ির পুরো নকসাই পরিচিত ছিল নাবালকের কাছে, তাই সহজেই চিলেকোঠার ঘরের পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় সে। কিন্তু গন্ডগোল করে ফেলে একটি জায়গাতেই।
কলকাতা: ২৪ ঘণ্টার মধ্যে জোড়াবাগান খুনের কিনারা করল পুলিশ। নদিয়ার চাপড়া থেকে ধৃত এক নাবালক। জানা গিয়েছে, ওই নাবালকের মায়ের সঙ্গে নিহত প্রৌঢ় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। মায়ের সঙ্গে অভিজিতের বেশ কিছু ঘনিষ্ঠ ছবি নাবালক দেখতে পেয়েছিল। সেই ছবিগুলো নিজের কাছে রেখে দিয়েছিল নাবালক। পুলিশের দাবি, সেই ছবি দেখিয়েই অভিজিতের কাছ থেকে টাকা পয়সা আদায়ের চেষ্টা করেছিল নাবালক। এই বাড়িতে অভিযুক্তের নিয়মিত আসা যাওয়া ছিল বলে পুলিশ জানতে পেরেছে। ঘটনার সন্ধ্যাতেও অভিযুক্ত এসেছিল। ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে অভিযুক্তের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করে নাবালক। তা নিয়ে বচসা হয়।
অভিযোগ, বচসা চলাকালীনই ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে নাবালক। যেহেতু বাড়ির পুরো নকসাই পরিচিত ছিল নাবালকের কাছে, তাই সহজেই চিলেকোঠার ঘরের পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় সে। কিন্তু গন্ডগোল করে ফেলে একটি জায়গাতেই। ঘটনার পর অভিজিতের সোনার চেন, আংটি নেওয়ার পাশাপাশি মোবাইলও লুঠ করেছিল নাবালক। জানা যাচ্ছে, অভিজিতের মোবাইল থেকেই একটি অ্যাপ ক্যাব বুক করার চেষ্টা করেছিল সেই। সেই সূত্র ধরেই পুলিশ তার হদিশ পায়। শুক্রবার পুলিশ কুকুর নিয়ে নদিয়ার চাপড়ায় তল্লাশি চালান তদন্তকারীরা। নাবালককে গ্রেফতার করা হয়। তাকে জুবেনাইল আদালতে পেশ করা হয়। প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোরে জোড়াবাগানে একটি বাড়ির চিলেকোঠার ঘর থেকে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নামে এক প্রৌঢ়ের রক্তাক্ত দেহ উদ্ধার হয়।