Justice Abhijit Gangopadhyay: পার্থের গড়ে পোস্টার পড়ল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
Justice Abhijit Gangopadhyay: বোলপুর অফ টু বেহালা। এবার বেহালার মানুষ বিচারপতিকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে পোস্টার টানালেন। চাকরি প্রার্থীদের কাছে তিনি এখন মাসিহা। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য চাকরি প্রার্থীদের কাছে ভোকাল টনিকের কাজ করে।
কলকাতা: তাঁকে কেউ ‘ভগবান’, কেউ আবার ‘বাংলার বাঘ’ বলছেন। নিয়োগ দুর্নীতিতে তিনি যা যা নির্দেশ দিয়েছে, তাঁর যা যা পর্যবেক্ষণ, তাতে বিস্মিত বঙ্গবাসী। এর আগে ‘বেঙ্গল টাইগার’ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে পোস্টার পড়েছে টোটোয়। শহর ঘুরেছে সেই টোটো। এবার নববর্ষে ‘বাংলার গর্ব’ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে পোস্টার পড়ল বেহালায়। বেহালার ১৪ নম্বর ওয়ার্ডে একটি বড় ব্যানার। কলকাতা হাইকোর্টের সামনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি। তার নীচে লেখা বেশ কয়েকটি পংক্তি। নববর্ষে তাঁকে শুভেচ্ছা বার্তা জানানো হয়েছে। নীচে লেখা সৌজন্যে বেহালা নাগরিকবৃন্দ।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত ধরে বাংলায় শিক্ষায় যে পরিমাণ দুর্নীতির বহর দেখা গিয়েছে, তাতে বিতশ্রদ্ধ কম-বেশি মানুষ। জড়িয়েছে একাধিক নেতা মন্ত্রী, বিধায়ক, জনপ্রতিনিধির নাম। জেলে রয়েছেন খোদ বাংলার প্রাক্তন শিক্ষমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর এই সব কিছুর জন্যই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঈশ্বরজ্ঞানে পূজিত করছেন অনেকেই। অন্তত তাঁর নামে ব্যানার-পোস্টারে লেখা বাণী তারই প্রমাণ। এর আগে বোলপুরের এক টোটো চালককে দেখা গিয়েছিল। যিনি তাঁর টোটোর পিছনে বিচারপতি ব্যানার লাগিয়ে প্রচার করেছিলেন।
বোলপুর অফ টু বেহালা। এবার বেহালার মানুষ বিচারপতিকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে পোস্টার টানালেন। চাকরি প্রার্থীদের কাছে তিনি এখন মাসিহা। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য চাকরি প্রার্থীদের কাছে ভোকাল টনিকের কাজ করে। সেই বিচারপতির চিন্তাভাবনা আমজনতার মধ্যেও কতটা প্রভাব ফেলে, তার প্রমাণ মিলল।