কলকাতা : সিবিআই তদন্তের ওপর যে খুব একটা আস্থা রাখতে পারছেন না, সকালে এমন ইঙ্গিতই দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে ঘণ্টা কয়েক পরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর আস্থা রাখার কথা বললেন বিচারপতি। সোমবার ছিল নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। আর সেই শুনানিতেই বিচারপতি বললেন, ‘আমার বিশ্বাস আছে সিবিআই এর উপর। কথা বলে বুঝলাম তারা কাজ চালিয়ে যাচ্ছে।’
এদিন নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। দুপুরে সেই মামলা ওঠার পর নিয়োগ দুর্নীতির তদন্ত প্রসঙ্গে বিচারপতি বলেন, ‘যাঁরা প্রকৃত যোগ্য, তাঁরা কেন চাকরি পাননি সেটা জানতেই হবে। নাহলে সমাজে এর বিরূপ প্রভাব পড়বে। চাকরি প্রার্থীদের কোনও সম্মান, কোনও বিশ্বাস থাকবে না গোটা সিস্টেমের ওপর।’ তাঁর কথায়, বিচারব্যবস্থা যোগ্যদের পাশে থাকার কথা ভাবে, রাজ্যের ভবিষ্যতের কথা ভাবে। সেই প্রসঙ্গেই সিবিআই-এর ওপর আস্থা রাখার কথা বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি উল্লেখ করেন, সিবিআই-এর ওপর তাঁর বিশ্বাস আছে। কথা বলে তিনি বুঝতে পেরেছেন যে, তাঁরা কাজ চালিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে মনে হয়েছিল দুর্নীতি হয়েছে, তাই সিবিআই তদন্তের কথা বলেছিলেন তিনি। সিবিআই-কে বিচারপতি বলেন,’দেখবেন সিবিআই-এর পতাকা যেন উচ্চ শীর থাকে।’
এদিন নিয়োগ সংক্রান্ত যে মামলার শুনানি ছিল, তাতে সিবিআই-এর রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। কিন্তু মানিক ভট্টাচার্য সংক্রান্ত ওই মামলায় যেহেতু সুপ্রিম কোর্টে রিপোর্ট পড়ার কথা, তাই এদিন হাইকোর্ট সেই রিপোর্ট জমা নেয়নি।
তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এদিন সকালে মামলা ওঠার আগেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিবিআই-এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি দাবি করেন, সিটের সদস্যদের মধ্যে অনেকেই ঠিকমতো কাজ করছেন না। কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে আগেও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। শুধু তাই নয়, দিন কয়েক আগে বিচারপতিকে এমনটাও বলতে শোনা যায়, নিয়োগ দুর্নীতিতে আসল অপরাধী কে, তা সবারই জানা। তিনি বলেছিলেন, ‘আসল অপরাধী কে তা সবাই জানেন, কিন্তু আমার জীবদ্দশায় তিনি গ্রেফতার হবেন কিনা, তা জানা নেই।’