Mamata Banerjee: ‘আমার ঘরে একটু হালুয়া পাঠাবেন’, শিখদের কাছে আবদার মমতার

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Nov 07, 2022 | 5:31 PM

Mamata Banerjee: গুরু নানক জন্মজয়ন্তীর এক অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী বললেন, "আপনারা ভাল করে গুরুপরব করবেন। আর আমার ঘরে হালুয়া পাঠাবেন।"

Mamata Banerjee: আমার ঘরে একটু হালুয়া পাঠাবেন, শিখদের কাছে আবদার মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়

Follow Us

কলকাতা: গুরু নানকের জন্মজয়ন্তী (Guru Nanak Birthday) উপলক্ষ্যে শিখ সমাজের কাছে হালুয়া খাওয়ার আবদার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন কলকাতায় গুরু নানক জন্মজয়ন্তীর এক অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী বললেন, “আপনারা ভাল করে গুরুপরব করবেন। আর আমার ঘরে হালুয়া পাঠাবেন।” এর পাশাপাশি গুরুনানক ভবনের কথাও বলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “গুরুনানক ভবনের কথা আপনারা বলেছেন। ওটি ৬ কোটির টাকার সম্পত্তি। আমাদের সেটি একবারে করা সম্ভব নয়। আপনারা আমাকে আর একবার আবেদন দিন। আমি এক টাকায় দিয়ে দেব। সামাজিক কাজের জন্য আমরা দিতে পারব। আমরা হিডকো বোর্ড হয়ে ক্যাবিনেটে পাশ করিয়ে তা করে দেব৷”

আগামিকাল মঙ্গলবার নদিয়ার কৃষ্ণনগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে সোমবারই গুরু নানকের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে পৌঁছে যান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, শিখ সমাজের অনেকেই আছেন এখানে। আগামিকাল আমি কৃষ্ণনগর যাব। তাই আজ এলাম। আমাদের সঙ্গে আপনাদের সারাবছর যোগাযোগ আছে। আপনাদের সবাইকে অসংখ্য শুভেচ্ছা। সবাই ভাল থাকুন। আমি সবাইকে অভিনন্দন জানাই।” এর পাশাপাশি দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরে বাংলার সঙ্গে পঞ্জাবকেও এক সুতোয় গাঁথলেন তিনি। বললেন, “পঞ্জাব ও বাংলার ইতিহাস স্বাধীনতা সংগ্রামে এক। আন্দামানে গিয়ে দেখুন। সেখানে সেলুলার আছে। সেখানে গিয়ে দেখবেন, যাঁরা স্বাধীনতার লড়াই লড়েছেন, তাঁদের মধ্যে সবার আগে আছেন পঞ্জাব ও বাংলা। তাই সবসময় বাংলার সঙ্গে পঞ্জাবের যোগ রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর জনগনমণ লিখেছিলেন পঞ্জাব দিয়ে। পঞ্জাবের মানুষ দেশকে রক্ষা করেন। সীমান্তে প্রচুর সংখ্যায় তাঁরা আছেন। এনারা দেশের জন্য কাজ করেন।”

উল্লেখ্য,  রাজ্যের কম-বেশি প্রায় সব সম্প্রদায়ের অনুষ্ঠানেই যোগদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে যোগ দিয়ে, তাঁদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন তিনি। সর্বধর্ম সমন্বয়ের সংস্কৃতিকে বার বার তুলে ধরার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। সোমবারও সেই ছবি দেখা গেল গুরু নানকের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে

Next Article