Jyotipriya Mallick: হলফনামায় বালুর স্ত্রীর হাতে ৪৫ হাজার টাকা, এক বছরে ব্যাঙ্কে জমা ৬ কোটি! ইডির দাবিতে চাঞ্চল্য

সুজয় পাল | Edited By: সায়নী জোয়ারদার

Oct 27, 2023 | 5:27 PM

Kolkata: শুক্রবার জ্যোতিপ্রিয় মল্লিককে ইডি গ্রেফতার করে। তার আগে রেশন ডিলার বাকিবুর রহমানকে গ্রেফতার করেছিল ইডি। তাঁকে জেরা করেই বালু সম্পর্কে একাধিক তথ্য উঠে আসে বলে সূত্রের খবর। এমনও ইডি সূত্রে জানা গিয়েছে, বাকিবুরের বয়ানেই বিপদ বাড়ে বালুর।

Jyotipriya Mallick: হলফনামায় বালুর স্ত্রীর হাতে ৪৫ হাজার টাকা, এক বছরে ব্যাঙ্কে জমা ৬ কোটি! ইডির দাবিতে চাঞ্চল্য
জ্যোতিপ্রিয় মল্লিক।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবার তাঁকে এবং তাঁর পরিবার নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য আদালতে তুলে ধরল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের হলফনামায় জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছিলেন, তাঁর স্ত্রীর হাতে নগদ ৪৫ হাজার টাকা রয়েছে। তার এক বছরের মধ্যে প্রায় ৬ কোটি টাকা তাঁর স্ত্রীর অ্যাকাউন্টে জমা পড়ে। বালুর স্ত্রী ও কন্যার নামে ২০১৬-১৭ অর্থবর্ষে মোট ৯ কোটি ৮২ লক্ষ টাকা জমা পড়েছিল বলেও ইডি সূত্রে খবর।

শুক্রবার জ্যোতিপ্রিয় মল্লিককে ইডি গ্রেফতার করে। তার আগে রেশন ডিলার বাকিবুর রহমানকে গ্রেফতার করেছিল ইডি। তাঁকে জেরা করেই বালু সম্পর্কে একাধিক তথ্য উঠে আসে বলে সূত্রের খবর। এমনও ইডি সূত্রে জানা গিয়েছে, বাকিবুরের বয়ানেই বিপদ বাড়ে বালুর।

ইডি সূত্রে খবর, বাকিবুর জেরায় দাবি করেছেন, ১২ কোটি টাকার ৩টি কোম্পানি কিনতে বলেছিলেন বালু। লোন স্বরূপ টাকা জোগাড় করেছিলেন বাকিবুর। কিন্তু সেই টাকা বালু ফেরত দেননি। এদিন আদালতে শুনানি চলাকালীন বিচারক বলেন, “আমার অবাক লাগছে যে হলফনামায় হাতে ৪৫ হাজার টাকা। অথচ এক বছরে ৬ কোটি!”

Next Article