কলকাতা: রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিককে এদিন বেশ করা হয় ব্যাঙ্কশাল আদালতে। সেখানে জ্যোতিপ্রিয়র আইনজীবী আর্জি জানান, তাঁর মক্কেলের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করে যে কোনও সুপার স্পেশালিটি হাসাপাতালে যাতে চিকিৎসার ব্যবস্থা করা হয়। আর তখনই আপত্তি জানান ইডির আইনজীবী। সরাসরি আপত্তি জানিয়ে ইডির আইনজীবীর বক্তব্য, ‘না, এসএসকেএম হাসপাতালে কী হয়, তা আমরা আগে দেখেছি।’ সেই শুনেই বেশ বিরক্ত হন বালুর আইনজীবী। ইডির বক্তব্যের বিরোধিতা করে মন্ত্রীর আইনজীবী বলেন, “আমার মক্কেলকে কি পার্থ চট্টোপাধ্যায় পেয়েছেন? উনি পার্থ চট্টোপাধ্যায় নন।”
উল্লেখ্য, জ্যোতিপ্রিয় মল্লিকের হাই সুগার রয়েছে। সেই কথাও আজ আদালতে জানিয়েছেন জ্যোতিপ্রিয়। আজ আদালতে জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এই মেডিক্যাল বোর্ড গঠনের বক্তব্য শোনার পর বিচারক বলেন, “ওনার (জ্যোতিপ্রিয়র) লাইফ রিস্ক আছে। ওনাকে কমান্ড হাসপাতালে দেখানো হোক। তাঁরা যে ওষুধ বলবে শুধু সেটাই খাবেন।” মন্ত্রীর জন্য বিশেষ ডায়েট করার কথাও বলেন তিনি। তখন ইডির তরফে আইনজীবী আদালতে জানান, ওনাকে খাবার দেওয়ার আগে, সেই খাবার পরীক্ষা করবেন ওনার মেয়ে।
আদালতে এদিন জ্যোতিপ্রিয় জানান, তাঁকে তিনবার খেতে হয়। বিচারকের কাছে বালুর কাতর আর্জি, যাতে তাঁর একটু ভাল চিকিৎসা হয়, সেই ব্যবস্থা যাতে করা হয়। সেই কথায় বিচারক বলেন, ‘কমান্ড হাসপাতাল খুব ভাল।’ বিচারকের নির্দেশ, ২৪ ঘণ্টার মধ্যে কমান্ড হাসপাতালে মেডিকেল বোর্ড গঠন করে
জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক পরীক্ষা করতে হবে।