AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kanchan-Sreemoyee: ‘ও বৈধভাবে এসেছে…’, সন্তান ‘বিতর্কে’ জল ঢেলে দিলেন শ্রীময়ী

Kanchan-Sreemoyee: প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে করেছিলেন। মাস ঘুরতে না ঘুরতেই ২ মার্চ করে ফেলেন সামাজিক বিয়েও। এরইমধ্যে আসে সুখবর। সন্তান আসে ২ নভেম্বর। তা নিয়ে শুভেচ্ছা বার্তার পাশাপাশি উড়ে আসতে থাকে কটাক্ষবাণও। সোশ্য়াল মিডিয়ায় চলতে থাকে লাগাতার ট্রোলিং।

Kanchan-Sreemoyee: 'ও বৈধভাবে এসেছে...', সন্তান ‘বিতর্কে’ জল ঢেলে দিলেন শ্রীময়ী
শ্রীময়ী চট্টরাজ Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Nov 26, 2024 | 7:39 PM
Share

কলকাতা: কোল আলো করে ঘরে এসেছে সন্তান। কিন্তু, সঙ্গে এসেছে একরাশ বিতর্ক। কিছুদিন আগেই মা হয়েছেন বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। কিন্তু, সন্তান জন্মের পর থেকে লাগাতার সোশ্যাল মিডিয়ার ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে টলিউডের এই বিখ্যাত দম্পতিকে। এবার তা নিয়ে টিভি ৯ বাংলার স্টুডিয়োতে এসে মুখ খুললেন খোদ শ্রীময়ী-কাঞ্চন দু’জনেই। সন্তানের ‘বৈধতার’ প্রশ্নে দিলেন অকপট জবাব। 

প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে করেছিলেন। মাস ঘুরতে না ঘুরতেই ২ মার্চ করে ফেলেন সামাজিক বিয়েও। এরইমধ্যে আসে সুখবর। সন্তান আসে ২ নভেম্বর। তা নিয়ে শুভেচ্ছা বার্তার পাশাপাশি উড়ে আসতে থাকে কটাক্ষবাণও। সোশ্য়াল মিডিয়ায় চলতে থাকে লাগাতার ট্রোলিং। হিসাব কষতে শুরু করে দেন নেটিজেনদের অনেকেই। তারপরই খোঁচা, ‘আট মাসেই কি তবে মা হলেন শ্রীময়ী?’ যদিও সেসব এখন অতীত। বিতর্কে বিশেষ পাত্তা দিতে নারাজ শ্রীময়ীর পাশাপাশি কাঞ্চনও। এমনকী সন্তান বড় হয়ে এসব জানলেও ‘আশঙ্কার’ বিশেষ কিছুই দেখছেন না তারকা বিধায়ক। 

কাঞ্চন তো স্পষ্ট বলছে, “মেয়ে আর শ্রীময়ীকে সঙ্গে নিয়ে সৎভাবে দেখছি। সবাইকে সুস্থ রাখতে চাই। মেয়কে সুস্থ পরিবেশে বড় করতে চাই। আর সোশ্যাল মিডিয়া ট্রোলিং নিয়ে আশঙ্কার কিছু দেখছি না।” কাঞ্চনের পাশে বসেই শ্রীময়ী বললেন, “ও অবৈধভাবে পৃথিবীতে আসেনি। বৈধভাবে এসেছে। আমরা ওকে পৃথিবীতে এনেছি। এখনকার বাচ্চারা তো হাতে ফোন নিয়ে জন্মায়। তাই আমার মনে হয় আমাদের থেকে ও অনেক বেশি সচেতন হবে।”