AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kasba Case: ছাত্র পেটানো, থ্রেট- কী নেই অভিযোগের তালিকায়, পাত্তাই দিত না পুলিশ!

Kasba Case: নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্ররা বলছেন, দিনের পর দিন অভিজিতের বিরুদ্ধে অভিযোগ জানানো হলেও পাত্তাই দিত না পুলিশ। শুধু তাই নয়, কলেজ কর্তৃপক্ষও দিনের পর দিন বিষয়টি এড়িয়ে যেত বলে অভিযোগ।

Kasba Case: ছাত্র পেটানো, থ্রেট- কী নেই অভিযোগের তালিকায়, পাত্তাই দিত না পুলিশ!
| Edited By: | Updated on: Jun 28, 2025 | 8:39 PM
Share

কলকাতা: কলকাতার কলেজে ঘটে গিয়েছে হাড়হিম করা ঘটনা। কলেজ ভবনেই গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর যে টিএমসিপি নেতাকে মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছে, তাঁর একের পর এক কুকীর্তি সামনে আনছেন কলেজেরই ছাত্ররা। তবে ভয়ে নাম প্রকাশ করছেন না কেউই। তাঁদের দাবি, দিনের পর দিন ওই শাসক দলের ছাত্রনেতা অন্যায় করে গিয়েছেন, অথচ শাস্তি হয়নি। কলেজ কর্তৃপক্ষও পুরো বিষয়টা জেনেও এড়িয়ে গিয়েছেন বলে অভিযোগ।

অভিযোগের তালিকা অনেক লম্বা।

-কলেজে থ্রেট কালচার চালানো।

-⁠গুন্ডা দিয়ে ছাত্র পেটানো।

-⁠অপছন্দের কাউকে কলেজে ঢুকতে না দেওয়া।

– ওই যুবকের বিরুদ্ধে ⁠পুলিশ কোনও অভিযোগ নিতে চাইত না।

– ⁠২০২৩ সালে FIR হলেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি।

-⁠ছাত্রীদের হুমকি দেওয়া ও গায়ে হাত তোলা।

-⁠পড়ুয়াদের মা-বাবাকে গ্রেফতার করিয়ে দেওয়ার হুমকি দেওয়া।

-⁠কসবা ও বালিগঞ্জ থানায় একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও ব‍্যবস্থা নেয়নি পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্ররা বলছেন, দিনের পর দিন অভিজিতের বিরুদ্ধে অভিযোগ জানানো হলেও পাত্তাই দিত না পুলিশ। শুধু তাই নয়, কলেজ কর্তৃপক্ষও দিনের পর দিন বিষয়টি এড়িয়ে যেত বলে অভিযোগ।ছাত্রীর অশ্লীল ভিডিয়ো তুলে ব্ল্যাকমেল করা হত বলেও অভিযোগ উঠেছে।