AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata College Case: বেঞ্চ জুড়ে তৈরি হয়েছিল খাট, সেখানেই ফেলে গণধর্ষণ? হলদে চাদরেই লুকিয়ে যত রহস্য

Kasba Case: পুলিশ সূত্রে খবর, তদন্তকারীরা গার্ড রুমের বিছানার চাদরে দাগ দেখতে পেয়েছেন। তা জানতে চাদরের টুকরো বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তদন্ত করতে গিয়ে গার্ডরুম থেকে মিলেছে হলুদ রঙের একটি চাদর।

Kolkata College Case: বেঞ্চ জুড়ে তৈরি হয়েছিল খাট, সেখানেই ফেলে গণধর্ষণ? হলদে চাদরেই লুকিয়ে যত রহস্য
হলুদ চাদরে কী আছে?Image Credit: Meta AI
| Edited By: | Updated on: Jun 29, 2025 | 4:52 PM
Share

কলকাতা: কসবা-কাণ্ডে নয়া মোড়। আগে থেকেই সবটা পরিকল্পনা করে তরুণীতে গণধর্ষণ করেছেন অভিযুক্তরা? উঠছে প্রশ্ন। পুলিশের অনুমান,যেখানে ঘটনাটি ঘটেছিল সেই গার্ডরুমের ভিতরে বেঞ্চ জোড়া করে বিছানা তৈরি করেছিল অভিযুক্ত। তারপর হলুদ চাদর পেতে তার উপর গণধর্ষণ করা হয় নির্যাতিতাকে।

কী ভাবে এই চাদরের কথা জানতে পারল পুলিশ?

পুলিশ সূত্রে খবর, তদন্তকারীরা গার্ড রুমের বিছানার চাদরে দাগ দেখতে পেয়েছেন। তা জানতে চাদরের টুকরো বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তদন্ত করতে গিয়ে গার্ডরুম থেকে মিলেছে হলুদ রঙের একটি চাদর। এই চাদর পরীক্ষা করে দেখা যায় সেখানে রয়েছে দাগ। চাদরের সেই অংশটুকু কেটে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।

তদন্তকারীদের একাংশের অনুমান, চাদরের বীর্য লেগে রয়েছে। নিশ্চিত হতে তাই ফরেন্সিক রিপোর্টার অপেক্ষা। জানা যাচ্ছে, গার্ডরুমে তিনটি বেঞ্চকে জুড়ে খাট বানানো হয়। তার ওপর হলুদ চাদর পাতা হয়। সেখানেই গণধর্ষণ করা হয় নির্যাতিতাকে বলে অনুমান।

গত বুধবার কসবা একটি কলেজে গণধর্ষণের ঘটনা ঘটে। সেখানে কলেজ পড়ুয়া এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। নির্যাতিতাকে ডেকে এনে গার্ডরুমে যৌন নিগ্রহ করা হয় বলে অভিযোগ ওঠে। সমগ্র ঘটনায় গ্রেফতার হন চারজন। এরপর পুলিশি তদন্ত এগোতেই একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে।