AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kasba Case: ‘অপরাজিতা বিল আটকাচ্ছেন কেন’, কসবা-কাণ্ডের পর বিজেপিকে প্রশ্ন তৃণমূলের

Kasba Case: আরজি কর কাণ্ডের পর বছর ঘুরতে না ঘুরতেই আরও এক ধর্ষণের অভিযোগে উত্তাল শহর। কসবা আইন কলেজের সামনে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেছে বিরোধী দলগুলি।

Kasba Case: 'অপরাজিতা বিল আটকাচ্ছেন কেন', কসবা-কাণ্ডের পর বিজেপিকে প্রশ্ন তৃণমূলের
| Edited By: | Updated on: Jun 27, 2025 | 6:25 PM
Share

কলকাতা: কসবার ঘটনায় অস্বস্তি বেড়েছে তৃণমূলের। গ্রেফতার হয়েছেন খোদ টিএমসিপি নেতা। দলের তরফে বিবৃতি দিয়ে ঘটনার কড়া নিন্দা জানানো হয়েছে। এবার দলের তরফে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজা প্রশ্ন তুললেন, এসবের পরও ‘অপরাজিতা বিল’কে আইন হতে দেওয়া হচ্ছে না কেন?

কসবার আইন কলেজে গার্ডরুমে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে টিএমসিপি নেতার বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁকে ও আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার পর সাংবাদিক বৈঠকে বসে শশী পাঁজা নির্যাতিতার উদ্দেশে বলেন, ‘তোমার উপর যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ধরে হাজতে পাঠিয়েছি।’

একইসঙ্গে তৃণমূল নেত্রীর বক্তব্য, এই ধরনের ঘটনা বন্ধ করতেই অপরাজিতা বিল আনা হয়েছিল। রাজ্য বিধানসভায় পাশ হয় সেই বিল। সেই বিল আইন হিসেবে কার্যকর করা যাচ্ছে না কেন! এই প্রশ্ন এদিন বিজেপির দিকে ছুড়ে দিয়েছেন শশী। তাঁর বক্তব্য, বিরোধীরা অযথা রাস্তায় নেমে আন্দোলন না করে আগে এইসব কাজে মন দিক।

অন্যদিকে, তৃণাঙ্কুর ভট্টাচার্য এদিন স্বীকার করে নিয়েছেন যে অভিযুক্তের সঙ্গে টিএমসিপির যোগ ছিল। তবে তাঁর দাবি, ওই নেতাকে কোনও পোস্ট দেওয়া হয়নি। তৃণাঙ্কুর বলেন, দলকে অযথা কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে। ২০১৯ সালে একে পোস্ট দেওয়া হয়েছিল। ২০২২ সালে কমিটিতে এর কোনও নাম ছিল না।