Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনা আক্রান্ত শিক্ষক, অনির্দিষ্টকালের জন্য বন্ধ কসবার হাই স্কুল

মঙ্গলবার ওই স্কুলের শিক্ষকের কোভিড রিপোর্ট পজিটিভ আসে, এরপর স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ

করোনা আক্রান্ত শিক্ষক, অনির্দিষ্টকালের জন্য বন্ধ কসবার হাই স্কুল
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Feb 24, 2021 | 12:58 PM

কলকাতা: অতিমারি পরস্থিতির জেরে দীর্ঘ ১১ সাস বন্ধ ছিল রাজ্যের সমস্ত স্কুল। নিউ নর্মালে একাদশ-দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে চলতি মাসের ১২ তারিখ। আর স্কুল খোলার পরই বিপত্তি। করোনা আক্রান্ত হলেন কসবার হাই স্কুলের এক শিক্ষক। যার জেরে ফের বন্ধ হয়ে গেল কসবা হাই স্কুল।

ওই স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, এক শিক্ষকের কোভিড রিপোর্ট পজিটিভ হওয়ার কারণে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। তাই বুধবার সম্পূর্ণ স্কুলবাড়ি স্যানিটাইজ করা হচ্ছে। পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। তিনি আরও জানান, গত দু’দিন শারীরিক অসুস্থতার কারণে স্কুলে আসেননি ওই শিক্ষক। মঙ্গলবার জানা যায় শিক্ষিকের কোভিড রিপোর্ট পজিটিভ। ঘটনাক্রমে তাঁরা শিক্ষা দফতরের সঙ্গে যোগাযোগ করেন। এর পর অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার পুরো স্কুল ঘর স্যানিটাইজ করা শুরু হয়েছে। এর জন্য এ দিন কয়েকজন শিক্ষক ও শিক্ষাকর্মী হাজির ছিলেন স্কুলে। তবে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ থাকছে বলে জানান হাইস্কুলের প্রধান শিক্ষক। জানা গিয়েছে, আগামী শনিবার স্কুল কর্তৃপক্ষ একটি বৈঠকে বসবে। সেখানেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এ দিকে শিক্ষিকের করোনা হওয়ার খবরে পড়ুয়া ও অভিভাবকদের মনেও আতঙ্ক ছড়িয়েছে। তবে স্কুলে থাকাকালীন নাকি বাইরে থেকে তিনি করোনা সংক্রমিত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়।

আর এই প্রেক্ষিতেই সকলের মনে একটা প্রশ্ন জাগছে। তা হল এ বার কি বাংলায় আছড়ে পড়তে পারে করোনার দ্বিতীয় ঢেউ? দেশে করোনা সংক্রমণ নিম্নমুখী হলেও মহারাষ্ট্র, কেরল ইত্যাদি রাজ্যে নতুন করে ছড়াচ্ছে করোনা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫ হাজারের বেশি মানুষ। কেরলে ২ হাজার ২১২ জন। একদিনে দেশে মোট আক্রান্তের ৭০ শতাংশই আক্রান্ত হয়েছেন ওই দুই রাজ্যে। এ ছাড়া কর্ণাটক, তামিলনাড়ুর মতো রাজ্যগুলিতেও নতুন করে বাড়ছে কোভিড সংক্রমণ। এই রাজ্যগুলির সঙ্গে রেল, সড়ক ও আকাশপথে যোগাযোগ রয়েছে বাংলার। রাজ্যের সংক্রমণ এখন কিছুটা নীচের দিকে থাকলেও, সেকেন্ড ওয়েভ নিয়ে চিন্তা করছেন অনেকে।