করোনা আবহে শহরের ৪৫ এবং ষাটোর্ধ্ব নাগরিকদের জন্য বড় ঘোষণা ফিরহাদের

ঋদ্ধীশ দত্ত |

May 29, 2021 | 10:08 PM

শহরের ৪৫ উর্ধ্ব এবং ষাটোর্ধ্ব নাগরিকদের চটজলদি ভ্যাকসিন প্রদান করতে নতুন ব্যবস্থার করা ঘোষণা করেন পরিবহন এবং আবাসন মন্ত্রী।

করোনা আবহে শহরের ৪৫ এবং ষাটোর্ধ্ব নাগরিকদের জন্য বড় ঘোষণা ফিরহাদের
ছবি- পিটিআই

Follow Us

কলকাতা: নারদ মামলায় অন্তর্বর্তী জামিন পাওয়ার পর শুক্রবার থেকেই ফের মাঠে নেমেছেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। শনিবার শহরে টিকাকরণ নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন তিনি। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে শহরের ৪৫ উর্ধ্ব এবং ষাটোর্ধ্ব নাগরিকদের চটজলদি ভ্যাকসিন প্রদান করতে নতুন ব্যবস্থার করা ঘোষণা করেন পরিবহন এবং আবাসন মন্ত্রী।

শহরের প্রাক্তন মেয়র জানান, আগামী সোমবার থেকেই কলকাতার ১৪৪ টি আরবান প্রাইমারি হেলথ সেন্টারে ষাটোর্ধ্ব নাগরিকদের প্রথম ডোজ় দেওয়া হবে। সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই ডোজ় দেওয়া হবে। ষাটোর্ধ্ব নাগরিকদের টিকা নিতে কোনও স্লট বুক করার প্রয়োজন পড়বে না। দুপুর ১ টা থেকে ৪ টে বরাদ্দ থাকছে ৪৫ উর্ধ্ব নাগরিকদের জন্য। এই সময়ের মধ্যে ৪৫ থেকে ৬০-এর মধ্যে যাদের বয়স তাঁদের টিকা দেওয়া হবে। যদিও তাঁদের টিকাকরণের জন্য স্লট বুক করতে হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: কোভিডে বাবা-মা হারা শিশুদের ১০ লক্ষ টাকা দেবে কেন্দ্র, একগুচ্ছ মানবিক সিদ্ধান্ত মোদীর

একই সঙ্গে জানানো হয়েছে, পুরসভার যে মেগা সেন্টারগুলি রয়েছে সেখানে সব মিলিয়ে প্রতিদিন ১৬০০ জন ভ্যাকসিন দিতে পারবেন। তাতে পরিবহন কর্মী, নির্মাণকর্মী, আইনজীবীরা থাকবেন। এই তালিকায় ১৮ থেকে ৮০ ঊর্ধ্ব পর্যন্ত মানুষজনকে ভ্যাকসিন দেওয়া হবে।

এ ছাড়াও ববি এ দিন জানিয়েছেন, যে কেন্দ্রে কোভিশিল্ড দেওয়া হবে, সেখানে শুধুমাত্র কোভিশিল্ডই দেওয়া হবে। যেখানে কোভ্যাক্সিন দেওয়া হচ্ছে, সেখানে সেটাই দেওয়া হবে। এক কেন্দ্র থেকে দু’টি দেওয়া হবে না। তবে আপাতত কোভ্যাক্সিনে প্রথম ডোজ় দেওয়া হবে। কারণ কোভ্যাক্সিনের বেশি ডোজ় নেই। তিনি আরও জানান, এ বার থেকে প্রত্যেকটি সেফ হাউসেও অক্সিজেন কন্সট্রেটর রাখা হবে। পুরসভার প্রত্যেকটি বরোতেও অক্সিজেন সিলিন্ডার রাখার ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন: রাজ্য সরকারের ‘পাশে’ মুকুল পুত্র শুভ্রাংশু! ঘরওয়াপসির ইঙ্গিত?

Next Article