AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Corona Update: শুধুমাত্র কলকাতায় কত করোনা আক্রান্ত জানেন? পুরনিগমের তথ্য প্রকাশ্যে

Corona Update: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫৪টি। যার জেরে বাংলা জুড়ে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৪৭। গোটা দেশে সংখ্যাটা ছাড়িয়েছে ৬০০০।

Corona Update: শুধুমাত্র কলকাতায় কত করোনা আক্রান্ত জানেন? পুরনিগমের তথ্য প্রকাশ্যে
Image Credit: Getty Image
| Edited By: | Updated on: Jun 09, 2025 | 6:19 PM
Share

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, করোনা নিয়ে উদ্বেগের কোনও প্রয়োজন নেই। তবে আক্রান্তের সংখ্যা যে একটু একটু করে বাড়ছে, তা স্পষ্ট। গোটা দেশেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। রাজ্যগুলির তালিকায় উপরের দিকেই রয়েছে পশ্চিমবঙ্গ। সোমবার রাজ্যে এক করোনা আক্রান্তের মৃত্যুর খবরও সামনে এসেছে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে ঠিক কত মানুষ করোনায় আক্রান্ত সেই তথ্য এবার প্রকাশ করলেন কলকাতার ডেপুটি মেয়র তথা পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ অতীন ঘোষ।

একটি অনুষ্ঠানে গিয়ে অতীন ঘোষ জানিয়েছেন, গত ১৫ দিনের মধ্যে রাজ্যে চারজনের মৃত্যুর খবর জানতে পেরেছেন তিনি। সোমবার বেলেঘাটা আইডি-তে ৪৮ বছরের যে ব্যক্তির মৃত্যুর খবরও শুনেছেন তিনি। তবে সেই খবরের বিষয়ে এখনও তিনি নিশ্চিত নন।

অতীন ঘোষ আরও জানান, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বর্তমানে মোট ৪২৬ জন আক্রান্ত। এর মধ্যে শুধুমাত্র কলকাতা পুরনিগম এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৭০। ইতিমধ্যেই রাজ্যের সব স্বাস্থ্যকেন্দ্রগুলিতে সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতীন ঘোষ।

সোমবার করোনা সংক্রমণ নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, মুখ্য়মন্ত্রী বলেন, ‘করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। স্বাভাবিক অবস্থাই বজায় থাকবে। প্য়ানডেমিক আর হবে না। তবে আগাম সতর্ক থাকাও ভাল।’