কলকাতা: উল্টোডাঙা স্টেশন চত্বরে উদ্ধার মহিলার দেহ। স্টেশন সংলগ্ন শৌচাগার থেকে উদ্ধার সংজ্ঞাহীন দেহ। শৌচাগারে যাওয়ার দেড় ঘণ্টা পরে সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয়। তারপরেই উদ্ধার মহিলার দেহ। ঘটনাস্থলে মানিকতলা থানার পুলিশ।
প্ল্যাটফর্মের অনান্য যাত্রীদের থেকে জানা যাচ্ছে, শৌচাগারে ওই মহিলা আর পাঁচ জনের মতো স্বাভাবিকভাবেই পয়সা দিয়ে শৌচাগারে ঢুকেছিলেন। কিন্তু দীর্ঘক্ষণ তিনি শৌচাগার থেকে বেরচ্ছিলেন না। এদিকে ওই শৌচাগারে লাইনও পড়ছিল। অনেকেই চিত্কার চেঁচামেচি করে বেরিয়ে যাচ্ছিলেন। এভাবেই সময় পেরিয়ে যাচ্ছিল।
শৌচাগারের অনান্য কর্মীরাও এরপর ডাকাডাকি শুরু করেন। শৌচাগারের দরজায় ধাক্কাধাক্কি করেও সাড়া মেলেনি। পরে সন্দেহ হয় কর্মীদের। তাঁরা দরজা সজোরে ধাক্কা দেন। তাতে খুলে যায় দরজা। দেখেন প্যানের মধ্যেই চিত্ হয়ে পড়েছিল মহিলা। প্রায় অচৈতন্য হয়ে পড়েছিলেন ওই মহিলা।
মানিকতলা থানায় খবর দেন শৌচাগারের কর্মীরা। তাঁকে উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই মহিলার কোনও শারীরিক অসুস্থতা ছিল। সেই অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মহিলার মৃত্য়ুর কারণ স্পষ্ট হবে।
মহিলার পরনের শাড়ি, ব্যাগ দেখে মনে করা হচ্ছে, তিনি কাজেই বেরিয়েছিলেন। রাস্তায় অসুস্থতা বোধ করায় বাথরুমে গিয়েছিলেন। এখনও ওই মহিলার পরিচয় জানা যায়নি। মহিলার ব্যাগ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ব্যাগ থেকে কোনও কাগজ, কিংবা ফোন পাওয়া যায় কিনা, তা দেখা হচ্ছে। পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
মহিলার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা গেলে, জানা যাবে মহিলার আগে থেকে কোনও শারীরিক অসুস্থতা ছিল কিনা। তবে ব্যস্ত সময়েই উল্টোডাঙা স্টেশনে এই ধরনের ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্ল্যাটফর্মের শৌচাগারের সামনে পুলিশ রয়েছে।