Kolkata Airport: হাজার-হাজার ফুট উপরে তখন ইন্ডিগোর বিমান,পেটে যন্ত্রণায় ছটফট করছেন যাত্রী, সাহসী পদক্ষেপ পাইলটের

Ranjit Dhar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 20, 2024 | 8:08 AM

IndiGo: মঙ্গলবার সাত সকালে হায়দরাবাদ থেকে ইন্ডিগোর বিমান উড়েছিল কলকাতার জন্য। সেই বিমানেই বসেছিলেন বছর পঁয়ত্রিশের প্রশান্ত গাইসানি। মাঝ আকাশে ওড়ার পরই আচমকা পেটের যন্ত্রণায় ছটফট করতে থাকেন ওই যাত্রী। তখনই বিমানে থাকা কেবিন ক্রু ককপিটে পাইলটের কাছে ভয়েস বার্তা পাঠান।

Kolkata Airport: হাজার-হাজার ফুট উপরে তখন ইন্ডিগোর বিমান,পেটে যন্ত্রণায় ছটফট করছেন যাত্রী, সাহসী পদক্ষেপ পাইলটের
প্রতীকী ছবি।

Follow Us

কলকাতা: হায়দরাবাদ থেকে ফিরছিলেন কলকাতায়। বিমানও উড়েছিল সঠিক সময়ে। কিন্তু মাঝ আকাশে আচমকাই ঘটল বিপত্তি। পেটের যন্ত্রণায় কাতর হয়ে ছটফট করতে লাগলেন এক যাত্রী। এরপর তড়িঘড়ি কেবিন ক্রু যোগাযোগ করেন পাইলটের সঙ্গে। আর তারপরই পাইলটের তৎপরতায় বিমান নামানো হল মাটিতে।

মঙ্গলবার সাত সকালে হায়দরাবাদ থেকে ইন্ডিগোর বিমান উড়েছিল কলকাতার জন্য। সেই বিমানেই বসেছিলেন বছর পঁয়ত্রিশের প্রশান্ত গাইসানি। মাঝ আকাশে ওড়ার পরই আচমকা পেটের যন্ত্রণায় ছটফট করতে থাকেন ওই যাত্রী। তখনই বিমানে থাকা কেবিন ক্রু ককপিটে পাইলটের কাছে ভয়েস বার্তা পাঠান। সেই মতো পাইলট কলকাতার এটিসির সঙ্গে যোগাযোগ করেন। অগ্রাধিকারের ভিত্তিতে কলকাতা বিমানবন্দরে অবতরণের অনুমতি চান। পরক্ষণেই ইন্ডিগোর বিমানটিকে পাইলট সুরক্ষার সঙ্গে কলকাতা বিমানবন্দরে অবতরণ করান। বিমানবন্দরে চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক দল দ্রুততার সঙ্গে যাত্রী প্রশান্ত গাইসানিকে বিমান থেকে নামিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

বিমানবন্দর চিকিৎসক সূত্র মারফত খবর, পরবর্তীতে প্রশান্তবাবুর তলপেটে ব্যথা আরও বাড়ার কারণে তাঁকে অ্যাম্বুলেন্সে করে ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

Next Article