কলকাতা: একে সোমবার। তারপর এই বৃষ্টির বেলা। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মেট্রো পরিষেবা, ট্রেন পরিষবো ব্যহত হয়েছে। তবে বাদ যায়নি বিমান পরিষেবাও। প্রায় ২১ ঘণ্টা বন্ধ ছিল কলকাতা বিমান বন্দরে বিমান ওঠানামা। তবে সোমবার সকাল ৮টা ৫৮ মিনিট থেকে ফের শুরু হয়েছে বিমান পরিষেবা।
এ দিকে, বেলা গড়ালেও আকাশের মুখ ভার। ফলত বিমান ওঠা-নামায় সমস্যা দেখা দিয়েছে। কারণ প্রতিকূল আবহাওয়া, ঝড়ো হাওয়া ও অনবরত বৃষ্টির কারণে বিমান টেক অফ এবং এবং টাচ ডাউন এর ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হচ্ছে। অধিকাংশ বিমানই আবহাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে পারছে না। সেই কারণে ‘গো অ্যারাউন্ড’ করে দেওয়া হচ্ছে। যার জেরে প্রত্যেকটি বিমান দেরিতে চলাচলের খবর মিলছে।
প্রসঙ্গত, আজ ঝড়ের জেরে ডায়মন্ড হারবার, নামখানা, ক্যানিং, বজবজ, হাসনাবাদ, মাঝেরহাট- হাসনাবাদ , বনগাঁ সহ একাধিক লাইনে ৪৬টি ট্রেন বাতিল করা হয়েছে।ঝড়-বৃষ্টির তাণ্ডবের জেরেই ট্রেন বাতিল হয়েছে।অপরদিকে, ব্যহত মেট্রো পরিষেবাও। মেট্রো ট্র্যাকে জল জমার কারণে ব্যাহত পরিষেবা। মেট্রো চলছে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত।