School Open: গরমের ছুটি শেষ, সোমবার থেকেই খুলছে স্কুল

সুমন মহাপাত্র | Edited By: সায়নী জোয়ারদার

May 27, 2024 | 2:53 PM

School: সোমবার স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ৩ জুন অর্থাৎ পরের সোমবার থেকেই স্কুলে যেতে হবে। যেহেতু ৪ জুন লোকসভা ভোটের ফল প্রকাশ। স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকছেন। ফলে ৯ জুনের আগে স্কুলগুলিতে ক্লাস চালু করা সম্ভব নয়। তাই ১০ তারিখ থেকে পড়ুয়ারা আসবে।

School Open: গরমের ছুটি শেষ, সোমবার থেকেই খুলছে স্কুল
প্রতীকী চিত্র।

Follow Us

কলকাতা: প্রবল দাবদাহ, সঙ্গে ভোট। কিছুটা এগিয়েই আনতে হয়েছিল স্কুলের গরমের ছুটি। এবার একে একে স্কুলের দরজা খোলার পালা। সোমবারই স্কুলশিক্ষা দফতর স্কুল খোলার নির্দেশিকা জারি করেছে। আগামী ১০ জুন থেকে খুলছে স্কুল। তবে সরকারি, সরকার পোষিত স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ছুটি আরও কিছুটা আগেই শেষ হচ্ছে।

সোমবার স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ৩ জুন অর্থাৎ পরের সোমবার থেকেই স্কুলে যেতে হবে। যেহেতু ৪ জুন লোকসভা ভোটের ফল প্রকাশ। স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকছেন। ফলে ৯ জুনের আগে স্কুলগুলিতে ক্লাস চালু করা সম্ভব নয়। তাই ১০ তারিখ থেকে পড়ুয়ারা আসবে।

৬ মে থেকে গরমের ছুটি পড়ার কথা ছিল স্কুলগুলিতে। তবে গরমের তীব্রতা এতটাই বেশি ছিল, পরে ছুটি এগিয়ে আনতে হয়। না হলে ছাত্র ছাত্রীদের নাকাল হতে হচ্ছিল। প্রবল গরমে অসুস্থ হয়ে পড়ছিল অনেকেই। এরপরই ২২ এপ্রিল থেকে স্কুল ছুটি ঘোষণা করে স্কুল শিক্ষা দফতর। সেই ছুটি কাটিয়ে এবার স্কুল খোলার নির্দেশিকা দিল স্কুল শিক্ষা দফতর।

Next Article