Sougata Ray: পাশে সায়ন্তিকা, বৃষ্টিভেজা শহরে জলে ‘জলতরঙ্গ’ সৌগতর

Ranjit Dhar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 27, 2024 | 2:47 PM

Sougata Ray: রেমালের জেরে রবিবার রাত থেকে টানা বৃষ্টিতে ভয়ঙ্কর পরিস্থিতি কলকাতার বিস্তীর্ণ এলাকায়। দমদম, উত্তর কলকাতার বেশির ভাগ এলাকা জলমগ্ন। রাস্তায় নামলেন সৌগত রায়। সঙ্গে তাঁর অনুগামীরা। TV9 বাংলার ক্যামেরার ধরা পড়ল এক অন্য ছবি।

Sougata Ray: পাশে সায়ন্তিকা, বৃষ্টিভেজা শহরে জলে জলতরঙ্গ সৌগতর
'কালারফুল' সৌগত রায়
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: রেমালে বিধ্বস্ত বাংলা। জলমগ্ন কলকাতা। দমদমের বিস্তীর্ণ এলাকা শোচনীয়। কোথাও আবার চিমনি উল্টে পড়ে ক্ষতিগ্রস্ত ৮টি গাড়ি। আর এসব দুর্যোগের মধ্যেই ‘ফিল্ডে’ সৌগত রায়। একেবারে ‘রঙিন’ ভূমিকায়। দমদমে বাঁশ হাতে ড্রেন পরিষ্কার করতে দেখা গেল সৌগত রায়কে। আবার বরানগরে পেলোডার চালিয়ে চিমনি সরাতে দেখা গেল দমদমের তৃণমূল কংগ্রেস প্রার্থীকে।

রেমালের জেরে রবিবার রাত থেকে টানা বৃষ্টিতে ভয়ঙ্কর পরিস্থিতি কলকাতার বিস্তীর্ণ এলাকায়। দমদম, উত্তর কলকাতার বেশির ভাগ এলাকা জলমগ্ন। রাস্তায় নামলেন সৌগত রায়। সঙ্গে তাঁর অনুগামীরা। TV9 বাংলার ক্যামেরার ধরা পড়ল এক অন্য ছবি। বাঁশ হাতে নিতে ম্যানহোলের মুখ পরিষ্কার করছেন সৌগত। এক সঙ্গী তাঁর হাত চেপে ধরে রয়েছেন। ম্যানহোলের মুখে ভর্তি ছিল প্লাস্টিক-আবর্জনা। তাতে জল সরছিল না। সেগুলিই পরিষ্কার করতে দেখা যায় তৃণমূলের বর্ষীয়ান নেতাকে।

এবার কাট টু বরানগর, বরানগরে কেন্দ্রীয় সরকারের বন্ধ কারখানার চিমনি ভেঙে পড়ে। রাস্তার ধারে ফাঁকা মাঠে পার্ক করা ছিল পরপর আটটি গাড়ি। সেই বড় চিমনি ভেঙে পড়ে গাড়ির ওপর। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় গাড়িগুলো। চিমনি সরাতে ক্রেন এসে পৌঁছয়।  আর খবর পেয়ে সেখানে পৌঁছে যান সৌগত রায়ও। নিজেই পেলোডার চালিয়ে ক্রেন সরাতে শুরু করেন সৌগত রায়। পাশে ছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

 

সপ্তম দফায় ভোট রয়েছে দমদম লোকসভা কেন্দ্রে। সেখানে তৃণমূলের প্রার্থী সৌগত রায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যাহত হচ্ছে জনসভা প্রচার। তাই ‘রেমাল’ বিপর্যয়কে হাতিয়ার করেই ময়দানে নেমে পড়েছেন সৌগত।

Next Article