Supreme Court: ‘বিজ্ঞাপনগুলি অত্যন্ত নিন্দনীয়’, বিজেপিকে ফেরাল সুপ্রিম কোর্ট

Jyotirmoy Karmokar | Edited By: সায়নী জোয়ারদার

May 27, 2024 | 1:24 PM

Supreme Court: সোমবার বিচারপতি জেকে মাহেশ্বরী ও বিচারপতি কেভি বিশ্বনাথনের এজলাসে এই বিজ্ঞাপন মামলার শুনানি ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে, পুনর্বিবেচনার আবেদন নিয়ে ফের কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের দ্বারস্থ হতে হবে বিজেপিকে।

Supreme Court: বিজ্ঞাপনগুলি অত্যন্ত নিন্দনীয়, বিজেপিকে ফেরাল সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টে বিজেপির মামলা।
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: বিজ্ঞাপন মামলায় সুপ্রিম কোর্টে অবস্বস্তিতে বিজেপি। বিজেপির বিজ্ঞাপন মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। হাইকোর্টেই পুনর্বিবেচনা করার আবেদন জানানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, বিজ্ঞাপনগুলিতে প্রতিপক্ষকে (তৃণমূল) আক্রমণ করা রয়েছে। অপরকে আক্রমণ করে নিজের প্রচার করা যায় না। এক্ষেত্রে কোনও পদক্ষেপ করেনি নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্ট কীভাবে হস্তক্ষেপ করবে?

ভোটের মুখে সংবাদমাধ্যমে বিজেপির দেওয়া বিজ্ঞাপনকে অসম্মানজনক বলে কলকাতা হাইকোর্টে গিয়েছিল তৃণমূল। হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের একক বেঞ্চ বিজ্ঞাপনগুলির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। এরপরই বিজেপি যায় ডিভিশন বেঞ্চে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের নির্দেশ বহালের পক্ষেই রায় দেয়। তাতেই সুপ্রিম কোর্টের দুয়ারে হাজির হয় বঙ্গ বিজেপি। তবে এবার সেখান থেকেও ফিরতে হল।

সোমবার বিচারপতি জেকে মাহেশ্বরী ও বিচারপতি কেভি বিশ্বনাথনের এজলাসে এই বিজ্ঞাপন মামলার শুনানি ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে, পুনর্বিবেচনার আবেদন নিয়ে ফের কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের দ্বারস্থ হতে হবে বিজেপিকে।

এদিন শুনানি চলাকালীন বিজেপির তরফে আইনজীবী পিএস পাটওয়ালিয়া বলেন, বাস্তব তথ্যের উপর ভিত্তি করেই বিজ্ঞাপনগুলি করা হয়েছে। পাল্টা আদালতের পর্যবেক্ষণ, প্রতিপক্ষ কখনও শত্রু নয়। বিচারপতি বলেন, ‘আমরা বিজ্ঞাপনগুলি দেখেছি। বিজ্ঞাপনগুলি অত্যন্ত নিন্দনীয়। নিজেকে শ্রেষ্ঠ বলা যেতেই পারে। কিন্তু শত্রুতা বাড়ানোর ক্ষেত্রে আমরা কোনও ভূমিকা পালন করব না।’

Next Article