Abhishek Banerjee: দুবাই গেলেন অভিষেক: সূত্র

Abhishek Banerjee: দুবাই গেলেন অভিষেক: সূত্র

Ranjit Dhar

| Edited By: Soumya Saha

Updated on: Jul 26, 2023 | 11:18 PM

Abhishek Banerjee: বিমানবন্দর সূত্রে খবর, বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটে ফ্লাই এমিরেটসের বিমানে চেপে দুবাই গিয়েছেন তিনি। সূত্র মারফত জানা যাচ্ছে, এদিন সকাল ৯ টা ২০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরের আন্তর্জাতিক প্রস্থান গেট ৪এ/৪বি দিয়ে বিমানবন্দরের ভিতরে প্রবেশ করেন অভিষেক।

কলকাতা: দুবাই গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে কলকাতা থেকে দুবাইয়ে গিয়েছেন তিনি, কলকাতা বিমানবন্দর সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। বিমানবন্দর সূত্রে খবর, বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটে ফ্লাই এমিরেটসের বিমানে চেপে দুবাই গিয়েছেন তিনি। সূত্র মারফত জানা যাচ্ছে, এদিন সকাল ৯ টা ২০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরের আন্তর্জাতিক প্রস্থান গেট ৪এ/৪বি দিয়ে বিমানবন্দরের ভিতরে প্রবেশ করেন অভিষেক। তারপর ফ্লাই এমিরেটসের কলকাতা থেকে দুবাইগামী ইকে-৫৭১ বিমানে চেপে তিনি দুবাইয়ের উদ্দেশে রওনা দেন। উড়ান সংস্থা সূত্রে আরও জানা যাচ্ছে, তিনি বিমানের ১এ আসনে বসেছিলেন।

উল্লেখ্য, বাঁ দিকের চোখের সমস্যা নিয়ে অনেকদিন ধরেই ভুগতে হয়েছে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই চোখের চিকিৎসা করাতে গিয়ে এর আগেও দুবাইয়ে যেতে হয়েছিল তাঁকে। প্রথমে দুবাইয়ে, তারপর সেখান থেকে আমেরিকায় তাঁকে যেতে হয়েছিল চিকিৎসার জন্য। আমেরিকার জন হপকিন্স হাসপাতালে দীর্ঘদিন তাঁর চিকিৎসা চলেছে। সেখানেই তাঁর চোখের অস্ত্রোপচার হয়। সেই অস্ত্রোপচার শেষে কলকাতায় ফেরেন তিনি। মার্কিন মুলুকে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চোখের জটিল অস্ত্রোপচারের পর গতবছরের অক্টোবরে কলকাতায় ফিরেছিলেন তিনি।

প্রসঙ্গত, অভিষেক-পত্নী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়ের নামে কেন লুক আউট নোটিস জারি করা হয়েছিল, তা নিয়ে দু’দিন আগেই ইডিকে প্রশ্ন করেছিল শীর্ষ আদালত। কেন অভিষেক-জায়াকে বিদেশে যেতে আটকানো হচ্ছে, তা নিয়েও প্রশ্ন করেছিল সুপ্রিম কোর্ট। ওই দিন মামলার শুনানিতেই কপিল সিব্বল সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন, আজ অর্থাৎ ২৬ জুলাই অভিষেক চিকিৎসার জন্য দুবাই যেতে চান। ৮ অগস্ট অভিষেকের চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে বলেও জানিয়েছিলেন আইনজীবী কপিল সিব্বল। সেই নিয়ে ইডির বক্তব্য জানতে চেয়েছিল শীর্ষ আদালত। তবে জবাব দেওয়ার জন্য কিছুদিন সময় চেয়েছিলেন ইডির আইনজীবী।