কলকাতা: শহরে দুর্যোগ, রাতভর বৃষ্টি। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর (Kolkata Airport) কর্তৃপক্ষ ও বিমান চলাচল স্বাভাবিক রাখার ক্ষেত্রে ‘সেফ গার্ড’ পদ্ধতি চালু করল। ঘূর্ণাবর্তের জেরে সকাল থেকেই আকাশের মুখ ভার। দৃশ্যমানতা কম থাকায় কৃত্রিম আলোর ব্যবহার করা হয়েছিল।
পরবর্তী সময়ে দৃশ্যমানতা বাড়ায় সেই কৃত্রিম আলো ব্যবহার এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে। তবে সেফ গার্ড পদ্ধতিতে বিমান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর। সেক্ষেত্রে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র মারফত খবর বিমান আগমন এবং প্রস্থানের ক্ষেত্রে বেশ খানিকটা বিলম্বিত হলেও বিমান চলাচল মোটের ওপর স্বাভাবিক।
গত সপ্তাহের বৃষ্টিতে বিমানবন্দরে জল জমে গিয়েছিল। সমস্যায় পড়তে হচ্ছিল বিমানযাত্রীদের। ভোর রাত থেকেই কলকাতায় শুরু হয়েছে ভারী বৃষ্টি। ইতিমধ্যেই জল জমতে শুরু করেছে শহরের বিভিন্ন জায়গায়। নিউ আলিপুর, টালিগঞ্জ সার্কুলার রোড, তারাতলা, ভবানীপুর, মিন্টো পার্ক, ক্যামাক স্ট্রিট জল থই থই। ঠনঠনিয়া, ক্য়ামাক স্ট্রিট, মিন্টো পার্ক, ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, সেক্টর ফাইভ, চিনার পার্ক, কাঁকুড়গাছি, কৈখালি এলাকা জলমগ্ন।
ঘূর্ণাবর্তের জেরে আজ, বুধবার কলকাতা, হাওড়া, হুগলিতে দিনভর চলবে ভারী বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার সঙ্গে বইবে ঝড়ো হাওয়া। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে।
দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত প্রশাসনও। নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। রাজ্যের সমস্ত রিজিওনাল অফিসে কন্ট্রোল রুম চলছে। ট্রান্সফার জলের নীচে থাকলে পাওয়ার অফ করা হবে। কোনও সমস্যা হলে টোল ফ্রী নম্বরে জানানো যাবে-১৯১২১ (টোল ফ্রী নম্বর)। হোয়াটস আপ নম্বরে যোগাযোগ করা যাবে- ৮৯০০৭৯৩৫০৩ ও ৮৯০০৭৯৩৫০৪ এই নম্বরে।
শহরের যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিপর্যয় মোকাবিলা দফতরের ২২ টিম প্রস্তুত রাখা হয়েছে ।
ভবানীপুর থানায় – ২ টিম
কালীঘাট থানায় – ২ টিম
আলিপুর থানায় – ১ টিম
ওয়াটগঞ্জ থানায় – ১ টিম
একবালপুর থানায় -১ টিম
নিউমার্কেট থানায় – ১ টিম
পার্কস্ট্রিট থানায় – ১ টিম
বডিগার্ড লাইনে – ১ টিম
পাশাপাশি কলকাতার ৯ ডিভিশনে ডিএমজি টিম মজুত রাখা হচ্ছে। সাউথ ডিভিশনের টিম থাকবে পিটিএস- এ । এছাড়াও পিটিএস-এ আরও তিনটি ডিএমজি টিম বাড়তি হিসাবে রাখা হচ্ছে। যে কোনও প্রয়োজনে পরিস্থিতি মোকাবিলার জন্য এই টিম গুলিকে মুভ করানো হবে।
আরও পড়ুন: Weather Update: খেলা শুরু রাত থেকেই! বেলা বাড়তেই দুর্যোগ বাড়বে কলকাতা-সহ এই জেলাগুলিতে