কলকাতা: স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বাগুইআটির (Baguiati) সাহাপাড়ার বহুতলে। মৃতার নাম অঙ্কিতা সাহু (২৯)। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্বামী কুঞ্জবিহারী শর্মাকে।
পুলিশ সূত্রে খবর, উত্তর প্রদেশের বাসিন্দা অঙ্কিতার সঙ্গে রাজস্থানের যুবক কুঞ্জবিহারী শর্মা বিয়ে হয়। মাস দুয়েক আগে বাগুইআটির সাহাপাড়া একটি আবাসনে ঘর ভাড়া নিয়ে আসেন তাঁরা। প্রায়ই তাঁদের মধ্যে অশান্তি হত বলে প্রতিবেশীরা জানাচ্ছেন।
বৃহস্পতিবার রাতেও ওই ফ্ল্যাট থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পেয়েছিলেন প্রতিবেশীরা। কিন্তু রোজকার ঘটনা ভেবে আমল দেননি তাঁরা। পরে বিষয়টি জানতে পারেন তাঁরা। পুলিশের দাবি, জেরার মুখে অভিযুক্ত স্বামী জানিয়েছেন, ঝগড়ার সময়ে রাগের বশে স্ত্রীকে প্রথমে গলা টিপে ধরেন তিনি। পরে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করেন।
আরও পড়ুন: হাফ প্যান্ট পরে এলে অস্বস্তিতে পড়েন মহিলারা! পুরুষদের ‘শালীন’ পোশাক-ফতোয়া পুরসভার
পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। দেহটি ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে। জেরায় জানা গিয়েছে, অঙ্কিতা সাহুর এটি দ্বিতীয় বিয়ে এবং পারিবারিক বিভিন্ন কারণে অশান্তি লেগে থাকত। তাঁর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদ, খুন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।