শ্লীলতাহানির অভিযোগে তপ্ত মানিকতলা! থানা চত্বরেই দুই বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ

Apr 25, 2021 | 9:35 AM

ভোট আবহে উত্তপ্ত মানিকতলা (Maniktala)। কার্যত থানা চত্বরেই দুই বিজেপি (Bengal BJP) কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের (TMC) বিরুদ্ধে।

শ্লীলতাহানির অভিযোগে তপ্ত মানিকতলা! থানা চত্বরেই দুই বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ
আক্রান্ত বিজেপি কর্মী

Follow Us

কলকাতা: ভোট আবহে উত্তপ্ত মানিকতলা (Maniktala)। কার্যত থানা চত্বরেই দুই বিজেপি (Bengal BJP) কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের (TMC) বিরুদ্ধে। আর সে খবর চাউর হতেই উত্তেজনা ছড়ায় মানিকতলা থানা চত্বর। আহত বিজেপি কর্মীরা হাসপাতালে ভর্তি।

ঘটনার সূত্রপাত শনিবার সন্ধ্যায়। মানিকতলা এলাকাতেই দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে এক কলা ব্যবসায়ীর বিরুদ্ধে। অভিযোগ, ওই কলা ব্যাবসায়ী নাকি তাঁদের একজনকে জড়িয়ে ধরেন অপর জন আগলাতে গেলে, তাঁরও জামা ছিঁড়ে দেন। ওই দুই মহিলা মানিকতলা থানায় অভিযোগ জানাতে যান। তখন সেখানে ছিলেন দুই যুবক। তাঁরা এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত। আর ওই দুই মহিলা তৃণমূল করেন।

অভিযোগ, থানার সামনে দুই যুবকের সঙ্গে বচসা বাধে মহিলাদের। যে কলা ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ উঠছে, তিনিও বিজেপি কর্মী বলে পরিচিত। তৃণমূল যখন থানায় অভিযোগ করতে গিয়েছিল, তখন ওই দুই বিজেপি কর্মী ওই চত্বরে উপস্থিত ছিলেন। অভিযোগ, থানার সামনেই শ দুয়েক তৃণমূল কর্মী সমর্থক দুজন বিজেপি কর্মীর ওপর চড়াও হয়। হাতের কাছে পেয়ে বেধড়ক মারধর করে তাঁদের। এক জনের মাথায় গুরুতর চোট লাগে। খবর পেয়ে বিজেপি কর্মীরাও এলাকায় পৌঁছন।

আরও পড়ুন: ভোটের আগে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ, তৃণমূল-সিপিএম সংঘর্ষে রক্তাক্ত ডোমকল

পরে প্রায় কয়েক শো বিজেপি কর্মী থানার সামপনে জড়ো হন । তারপর তৃণমূল কর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পুলিশের গাড়ি ভাঙচুর হয়। পুলিশ লাঠিচার্জ করে দু’পক্ষকে সরিয়ে দেয়। গ্রেফতার করা হয় দুপক্ষের বেশ কয়েকজনকে।.তারপর ডিসি অজয় প্রসাদ এর নেতৃত্বে বিশাল পুলিশ। মানিকতলা ক্যানেল রোডে বিভিন্ন বাড়িতে তল্লাশি করে বেশ কয়েকজনকে
গ্রেফতার করে। ইতিমধ্যেই থানার ভূমিকা নিয়ে বিজেপি কর্মীরা প্রশ্ন তুলছেন। দুজন বিজেপি কর্মীর মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

 

 

Next Article