ভোটের আগে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ, তৃণমূল-সিপিএম সংঘর্ষে রক্তাক্ত ডোমকল
ভোটের (West Bengal Assembly Election 2021) আগে ফের ডোমকল (D0mkol। তৃণমূল (TMC) ও সিপিএম (CPM) সংঘর্ষে আহত হয়েছেন একাধিক।
মুর্শিদাবাদ: ভোটের (West Bengal Assembly Election 2021) আগে ফের ডোমকল (D0mkol। তৃণমূল (TMC) ও সিপিএম (CPM) সংঘর্ষে আহত হয়েছেন একাধিক।
শনিবার রাতে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে ডোমকলের ১৫ নম্বর ওয়ার্ডের সেখলি পাড়া এলাকা। সিপিএমের অভিযোগ, তাদের কর্মীরা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আচমকাই কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাঁদের ওপর হামলা চালান। রাস্তা আটকে বাঁশ, লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। কারোর মাথায়, কারোর বুকে, হাতে ব্যাপক চোট লাগে। পরে স্থানীয়রা চলে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।
সিপিএমের অভিযোগ, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুলের নেতৃত্বে হামলা চলেছে। পরবর্তীকালে সিপিএমের কর্মীরা প্রতিরোধ গড়ে তুললে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রক্তাক্ত হন দুপক্ষের একাধিকজন । স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ডোমকল হাসপাতালে ভর্তি করান।
আরও পড়ুন: কোভ্যাক্সিনের মূল্য ১২০০ টাকা বেসরকারি হাসপাতালে, কত দামে পাবে কেন্দ্র ও রাজ্য?
ভোটের আগে বারবার উত্তপ্ত হয়ে উঠছে মুুর্শিদাবাদ। গত সোমবারের মধ্যরাতের রণক্ষেত্রের পর মঙ্গলবার রাতে আবারও নতুন করে উত্তেজনা ছড়ায় হরিহরপাড়ার পাড়াগ্রাম এলাকায়। সোমবার রাতে তৃণমূলের হামলায় কংগ্রেস কর্মীর মৃত্যুর অভিযোগ ওঠে। ২৪ ঘণ্টা কাটার আগেই হরিহরপাড়াতেই এক তৃণমূল কর্মীকে প্রথমে বোমা মেরে, পরে কুপিয়ে খুন করা হয়। ঘাড়ে কোপ দিয়ে গলা ছিন্ন করে দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় সেই দেহ পড়ে থাকে রাস্তাতেই। ভোটের আগে বারবার সংযুক্ত মোর্চার সঙ্গে তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠছে মুর্শিদাবাদ। নির্বাচনের দিন আদৌ কতটা শান্তি বজায় থাকবে এলাকায়, প্রহর গুনছেন স্থানীয়রা।