বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, উত্তেজনা দমদম পার্কে

May 23, 2021 | 9:33 AM

বিজেপি কর্মীর (Bengal BJP) ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দমদম পার্কে (Dumdum Park)। মৃতের নাম প্রসেনজিৎ দাস (৪০)। তিনি দমদম পার্কের হরিচাঁদপল্লির বাসিন্দা।

বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, উত্তেজনা দমদম পার্কে
নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: বিজেপি কর্মীর (Bengal BJP) ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দমদম পার্কে (Dumdum Park)। মৃতের নাম প্রসেনজিৎ দাস (৪০)। তিনি দমদম পার্কের হরিচাঁদপল্লির বাসিন্দা।

পরিবার সূত্রে জানা দিয়েছে, নির্বাচনের ফলাফল ঘোষণার পরই হামলার আশঙ্কায় গা ঢাকা দিয়েছিলেন প্রসেনজিৎ। বাবার শারীরিক অসুস্থতার কারণে বাড়ি ফিরে আসেন তিনি। তখনই এলাকার কয়েকজন দুষ্কৃতীর তাঁকে মারধর করে বলে অভিযোগ পরিবারের। তারপর থেকেই আতঙ্কে দিন কাটাচ্ছিলেন ওই যুবক।

রবিবার সকালে ঘরের বাইরে বাঁশের সঙ্গে গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ওই যুবক। পরিবারের অভিযোগ, নিগ্রহের আতঙ্কে আত্মঘাতী হয়েছেন প্রসেনজিৎ। বিধাননগর পৌরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা চক্রবর্তী সমস্ত অভিযোগ অস্বীকার করেন।

আরও পড়ুন: আমফানের দুর্যোগকেও ছাপিয়ে যাবে ‘ইয়াস’, কোন কোন জেলার কপালে বেশি বিপদ? কতটা ক্ষতিগ্রস্ত হবে কলকাতা?

তাঁর বক্তব্য, ওই যুবক মানসিক অবসাদে ভুগছিলেন। তাঁর স্ত্রী ঘর ছেড়ে চলে যাওয়ায় বেশ কয়েক মাস ধরে ঘর থেকে বের হতেন না। মানসিক অবসাদেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। এর মধ্যে কোন রাজনৈতিক যোগ নেই। তবে দেহটিকে ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে।

Next Article