নুসরতের সঙ্গে কি বন্ধুত্বে চিড়? বিজেপিতে যোগ দিয়ে যশ বলেই ফেললেন মনের কথা

Feb 21, 2021 | 6:01 PM

টলিউডের রুপোলি পর্দার আলোতেও আড়াআড়ি প্রায় বিভাজন তৈরি হয়েছে।

নুসরতের সঙ্গে কি বন্ধুত্বে চিড়? বিজেপিতে যোগ দিয়ে যশ বলেই ফেললেন মনের কথা
ফাইল ছবি

Follow Us

কলকাতা: তৃণমূল সাংসদ নুসরতের বিশেষ বন্ধু। ইতিমধ্যেই নাম লিখিয়েছেন পদ্ম-খাতায়। ভেবেচিন্তেই বিজেপি-কে নির্বাচন। রাজনৈতিক ক্যারিয়ার নিয়েও আশাবাদী টলিউডের হার্টথ্রব যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। একুশের ভোটের আগে জল্পনা ছিলই।

জল্পনা ছিল সিনেমার পরদার পাশাপাশি এবার রাজনীতির ময়দানেও নামতে চলেছেন যশ দাশগুপ্ত। তবে ২৮ জানুয়ারি, ২০২১-পর্যন্ত এ নিয়ে একটা কথাও খরচ করেননি টলিপাড়ার অন্যতম হার্টথ্রব।তবে ১৭ ফেব্রুয়ারি সেই জল্পনায় পড়ল দাঁড়ি। কৈলাস বিজয়র্গীয়, মুকুল রায়, স্বপন দাশগুপ্তদের হাত থেকে পদ্মপতাকা তুলে নিলেন যশ। যশের বিজেপি যোগের জল্পনা নিয়ে ২৮ জানুয়ারি টিভি ৯ বাংলার তরফে তাঁকে প্রশ্ন করা হয়েছিল। যদিও তখন তিনি বলেছিলেন, এ নিয়ে এখনও কোনও ভাবনাচিন্তা করেননি তিনি।

যদিও পদ্মযোগের পর সেই যশই বললেন, এটা মোটেই হঠাৎ করে সিদ্ধান্ত নয়। যথেষ্ট ভাবনাচিন্তা করে তবেই বিজেপি-কে নির্বাচন। কিন্তু গেরুয়া শিবিরে যোগ দিলে বন্ধু নুসরতের (Nusrat Jahan) সঙ্গে কোথাও মনোমালিন্য হবে না তো! বিশেষ করে নুসরত যখন সক্রিয় রাজনীতির যুক্ত এবং শাসকদলের নির্বাচিত সাংসদ। যশ বললেন, রাজনৈতিক বৈপরীত্য প্রভাব ফেলে না ব্যক্তিগত জীবনে।

আরও পড়ুন: রহস্যজনক কালো গাড়ি! সিবিআই চলে যাওয়ার পর অভিষেকের বাড়িতে ঢুকলেন কে ?

ভোটের দামামা বেজে গিয়েছে। টলিউডের রুপোলি পর্দার আলোতেও আড়াআড়ি প্রায় বিভাজন তৈরি হয়েছে। দীপঙ্কর দে, ভরত কল, সৌরভ দাসের মতো অভিনেতারা যোগ দিয়েছেন ঘাসফুলে। আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন রুদ্রনীল ঘোষের মতো অভিনেতা। যশ-যোগে তাতেই নতুন ঢেউ উঠল।

Next Article