AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রহস্যজনক কালো গাড়ি! সিবিআই চলে যাওয়ার পর অভিষেকের বাড়িতে ঢুকলেন কে?

সম্পূর্ণ কাচ তোলা ছিল। বাইরে থেকে কিচ্ছু বোঝা যায়নি। প্রথম থেকেই গাড়ির গতিবেগ ছিল ২০-র উপর।

রহস্যজনক কালো গাড়ি! সিবিআই চলে যাওয়ার পর অভিষেকের বাড়িতে ঢুকলেন কে?
রহস্যজনক কালো গাড়ি
| Updated on: Feb 21, 2021 | 6:01 PM
Share

কলকাতা: ঠিকানা কালীঘাটের ১৮৮এ, নাম ‘শান্তিনিকেতন’। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ির ওপর নজর আজ গোটা বাংলার। অভিষেকের স্ত্রীকে সিবিআই-এর নোটিস দেওয়াকে ঘিরে যখন তুঙ্গে রাজনীতি, তখন রহস্যের কেন্দ্রবিন্দুতে চলে আসে একটি কালো গাড়ি। সিবিআই (CBI on Coal Smuggling Case) বেরিয়ে যাওয়ার পরই একটি কাচ তোলা কালো গাড়ি ঢোকে অভিষেকের বাড়িতে। কে ছিলেন তাতে?

বেলা দুটো নাগাদ সিবিআই আধিকারিকরা নোটিস নিয়ে পৌঁছন এই বাড়িতে। বাইরে তখন পুলিশে পুলিশে ছয়লাপ। সাংবাদিকদের ভিড়। পুলিশ ও সিভিল ড্রেসে থাকা ট্রাফিক সার্জেন্ট তখন সাংবাদিকদের সরিয়ে দিতে চাইছেন। কথা কাটাকাটির মধ্যেই অভিষেকের বাড়িতে ঢোকে একটা কালো গাড়ি। আর এই গাড়ি নিয়েই দানা বেঁধেছে নতুন রহস্য। কাচ তোলা কালো গাড়িতে সেই মুহূর্তে কে আসলেন অভিষেকের বাড়িতে?

প্রথমে বাড়ির পার্কিং লটে রাখা হয় গাড়িটিকে। পার্কিং লটে থাকা নিরাপত্তারক্ষীকেও সরিয়ে নেওয়া হয় সেখান থেকে। এতেই রহস্য দানা বাঁধে। মনে করা হচ্ছে, গোটা বিষয়টিকে লোকচক্ষুর অন্তরালে রাখতে চাইছে বন্দ্যোপাধ্যায় পরিবার। প্রতিটি পদক্ষেপ করা হচ্ছে অত্যন্ত সন্তর্পণে।

শান্তিনিকেতনের সাংবাদিকরা তখন মুখিয়ে রয়েছেন। কেউ লাইভ করছেন, কেউবা ফোনেই খবর দিচ্ছেন নিজের অফিসে। কথা বলতে বলতেই আচমকা বেরিয়ে যায় কালো গাড়িটি। সম্পূর্ণ কাচ তোলা ছিল। বাইরে থেকে কিচ্ছু বোঝা যায়নি। প্রথম থেকেই গাড়ির গতিবেগ ছিল ২০-র উপর।

আরও পড়ুন: স্ত্রী রুজিরাকে সিবিআই-এর নোটিস, প্রথম প্রতিক্রিয়া অভিষেকের

কয়েকজন সাংবাদিক, চিত্র সাংবাদিককে তখন গাড়িটির পিছনে দৌঁড়তে দেখা যায়। তবে কেউই আঁচ করতে পারেন না, আদৌ ওই গাড়িতে সেই মুহূর্তে বন্দ্যোপাধ্যায় পরিবারে কে এসেছিলেন বা কেইবা বেরিয়ে গেলেন। কালো গাড়ি নিয়ে রহস্যের নিরসন হয় না শেষ পর্যন্ত।