‘আগে ইডি-সিবিআই থেকে বাঁচুন, পরে ডায়লগ!’, ২৫ বিধায়কের লাইন নিয়ে অভিষেকের মন্তব্য প্রসঙ্গে খোঁচা দিলীপের

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 07, 2021 | 11:39 AM

Dilip Ghosh: সোমবার কয়লা দুর্নীতি মামলায় দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে হাজিরা দিতে গিয়েছিলেন অভিষেক।

আগে ইডি-সিবিআই থেকে বাঁচুন, পরে ডায়লগ!, ২৫ বিধায়কের লাইন নিয়ে অভিষেকের মন্তব্য প্রসঙ্গে খোঁচা দিলীপের
ফাইল ছবি

Follow Us

কলকাতা: ‘ডায়লগ তো অনেক হল, আগে ওঁদের নেতারা ইডি-সিবিআই বাঁচুক!’ তৃণমূলের সর্বভারতী সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষের সুরে বললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, কয়লা কাণ্ডে সোমবার দিল্লিতে ইডি-র মুখোমুখি হন তদন্তকারীরা। ইডি দফতর থেকে বেরিয়ে অভিষেক বলেন, ‘বিজেপির ২৫ বিধায়ক তৃণমূলে যোগ দিতে লাইনে রয়েছেন।’ সেই প্রসঙ্গেই সোমবার নিউটাউনে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ বলেন, “আমি জানি না পঁচিশ না পঞ্চাশ। আমাদের পার্টিতে অনেক নেতা এসে বলেছিলেন একশো জন আছেন দেড়শো জন লাইনে আছেন। এসব ডায়লগ দিতে হয়। আগে তো ওঁদের বিধায়ক সাংসদরা ইডি সিবিআই থেকে বাঁচুক। তারপর আমাদের বিধায়ক সম্পর্কে ভাববেন।”

সোমবার কয়লা দুর্নীতি মামলায় দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে হাজিরা দিতে গিয়েছিলেন অভিষেক। বেরিয়ে আসেন সন্ধ্যা আটটা নাগাদ। আর বেরিয়েই নিজের ক্ষোভ উগরে হুঙ্কার দেন বিজেপির উদ্দেশ্যে। জানিয়ে দেন, কতজন বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার জন্য লাইন দিয়ে রয়েছেন। ২০২৪ সালে তৃণমূলই কেন্দ্র থেকে বিজেপিকে উৎখাত করবে বলেও চ্যালেঞ্জের সুরে দাবি করতে শোনা যায় তাঁকে।

প্রায় ৯ ঘণ্টা পর এ দিন সন্ধ্যায় যখন অভিষেক ইডি দফতর থেকে বেরিয়ে আসেন, তখন তাঁর শরীরী ভাষাই তাঁর বিরক্তি স্পষ্ট করছিল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, গেরুয়া শিবির রাজনৈতিকভাবে টক্কর দিতে পারছে না। অভিষেকের কথায়, “বাকি সব রাজনৈতিক দলকে ভুলে যান। তৃণমূল কংগ্রেসই আসন্ন নির্বাচনে বিজেপিকে হারাবে। জীবন ঝুঁকির মধ্যে ফেলে দেব, কিন্তু এই ভীতুদের সামনে মাথা নত করব না, যারা রাজনৈতিকভাবে আমাদের মোকাবিলা করতে অক্ষম। আপনাদের (বিজেপির) যা করার আপনারা করে নিন। রাজনৈতিক লড়াই, পারলে রাজনৈতিকভাবে লড়ুন।”

অভিষেক সোমবারই বলেছেন, “জীবন দেবো, কিন্তু মাথা নত করব না।” সে প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, “জীবন কোথায় দিচ্ছেন! জীবন নিয়ে তো পালিয়ে গেল নেতারা। ৯ঘন্টা যদি ইডি জেরা করে তখন লোকে অনেকেই আবল তাবোল বকে। সবে তো শুরু হয়েছে। যে নেতারা ভুবনেশ্বর গিয়েছিলেন, তাদেঁর চেহারাই পাল্টে গিয়েছিল।”

কয়লা কাণ্ডে ইডির তদন্ত নিয়ে দিলীপ বলেন, “এতদিন ভেবেছিল পুলিশ-সিআইডি দিয়ে চালিয়ে দেবেন। চমকে রেখে দেবেন যা ইচ্ছা করবেন। ওঁদের রাজত্বকালে কয়লা-বালি পাথর লুট হয়েছে, গরু পাচার হয়েছে। একটা পার্টি অফিসিয়ালি এই কারবারগুলো করছে। তাদের সব নেতা জড়িত। না পুলিশ কমপ্লেন নেয়, এখন সিআইএসএফ দেখানো হচ্ছে।”

কয়লা গরু পাচার কাণ্ডে লিঙ্কম্যান তৃণমূল যুব নেতা বিনয় মিশ্র সম্পর্কে দিলীপ বলেন, “তাঁদের নেতারা বাড়ি ছেড়ে পালাচ্ছেন। গায়েব হয়ে যাচ্ছেন। অন্য দেশের নাগরিকত্ব নিয়ে নিচ্ছেন, কতটা সৎ ছিলেন ওঁরা!”

প্রসঙ্গত, ৯ ঘণ্টার জিজ্ঞসাবাদে অভিষেককে যে একাধিক অস্ব্স্তিজনক প্রশ্নে তদন্তকারী আধিকারিকেরা চাপের মুখে ফেলতে চেয়েছেন, তেমনটাই সূত্রের খবর। আর সেই জেরা শেষ করে রীতি মতো গলার জোরে অভিষেক বলেন, ‘কোন মায় কা লালের হিম্মত আছে দেখি, যে ধমকে- চমকে তৃণমূলকে চুপ করাবে। যা করার আছে করে নিন। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স যা লাগানোর আছে লাগিয়ে দিন। কিন্তু বিজেপিকে আমরা হারাবই।’ আরও পড়ুন: ‘৯ ঘণ্টা ইডির মুখে পড়লে লোকে এমনিই আবল তাবল বকে!’ অভিষেককে খোঁচা দিলীপের

Next Article