‘ভাইপোর ১২ কোটি টাকার বাড়ি, কোথা থেকে আসল সবাই বোঝে’, সিবিআই প্রসঙ্গে দিলীপ

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 29, 2021 | 1:57 PM

Kolkata: মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা যাওয়া প্রসঙ্গে অভিষেকের মন্তব্যেরও কটাক্ষ করে দিলীপ ঘোষ।

ভাইপোর ১২ কোটি টাকার বাড়ি, কোথা থেকে আসল সবাই বোঝে, সিবিআই প্রসঙ্গে দিলীপ
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: “ভাইপো যে বারো কোটি টাকার বাড়িতে থাকেন, সেই টাকা এল কোথা থেকে?” অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি-র তলব প্রসঙ্গে আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) বিঁধলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

রবিবার সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ একাধিক ইস্যুতে মন্তব্য করেন। কয়লা কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব প্রসঙ্গে বলেন, ” যখন কান ধরে টানছে, তখন মনে পড়েছে। বেশ খাচ্ছিলেন, কামাছিলেন। ভালই চলছিল।” কয়লা দুর্নীতি নিয়ে অভিষেক-রুজিরাকে দিল্লিতে তলব করায় মমতা সুর চড়িয়েছিলেন। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর উদ্দেশে দিলীপ বলেন, “ভাইপো যে ১২ কোটি টাকার বাড়িতে থাকে সেটা কোথা থেকে আসল লোকজন বোঝে। সবাই তাই খানিকটা উত্তর দিয়েছে ইলেকশনে।” মুখ্যমন্ত্রীকে বলেন, “এক সময় তো ওঁ সব কিছুতেই সিবিআই তদন্ত দাবি করেছেন। কিন্তু এখন হঠাত্ কী হল যে বিশ্বাস চলে গেল!”

কয়লাকাণ্ডে তোপ দেগে তিনি বলেন, “কয়লা, গরু, বালি পাচারে কারা যুক্ত তা এখন সবাই জেনে গিয়েছেন। তাঁরা এখন বিদেশে পালিয়ে গিয়েছেন।”

ভোট পরবর্তী হিংসা মামলা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “গণতন্ত্র হত্যা হয়েছে এবং স্বাধীনতা হরণ হয়েছে। সেটা আদালতও বলে দিয়েছে। লোককে বোকা মনে করলে লোক আমাদেরকেই বোকা মনে করবে। ভোটের পরে যে হিংসা হয়েছে, তারপরও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কিছুই হয়নি। ওঁ বলেছেন, ওঁদের ১৬ জনের মৃত্যু হয়েছে। বাকি রাজ্যে কোত্থাও কিচ্ছু হচ্ছে না। শুধু বাংলাতেই হল!  আগে বাংলা সামলান মুখ্যমন্ত্রী।” প্রসঙ্গত, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, মানবাধিকার কমিশনের রিপোর্টেই ভোট পরবর্তী অশান্তিতে রাজ্যে পাঁচ বিজেপি কর্মীর মৃত্যুর কথা বলা হয়েছে৷ কিন্তু তৃণমূলের ১৬ জন নেতা কর্মী মারা গেলেও সে কথা কোথাও বলা হচ্ছে না৷ তারই পাল্টা দেন দিলীপ।

মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা যাওয়া প্রসঙ্গে অভিষেকের মন্তব্যেরও কটাক্ষ করে দিলীপ ঘোষ। তিনি বলেন, ” ঠিকই বলেছেন অভিষেক। যাঁরা যাঁরা গিয়েছেন ভূমিকম্পের জন্য কাঁপছে সবাই। যাঁরা যাঁরা গিয়েছেন, তাঁরা যেখানে সেখানে গিয়ে উৎপাত করেছেন। এটা অভ্যাস হয়ে গিয়েছে। বাঙালির বদনাম করেছে সিপিএম। বাঙালি দাঙ্গা করে, এখন এটা প্রমাণ করছে ওঁরা।”

প্রসঙ্গত, শনিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবসে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় পা রাখলে সেখানে ভূমিকম্প হবে।”

তৃণমূলের ত্রিপুরা অভিযান প্রসঙ্গে দিলীপ ঘোষের কটাক্ষ, “আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সারা বছর যায়। ওঁরা এখন ঠেলায় পড়ে যাচ্ছে।তৃণমূল ত্রিপুরায় সরকার গড়ার স্বপ্ন দেখছে। জয়ের স্বপ্ন দেখা ভালো। তবে ত্রিপুরায় আগে খাতা খুলে দেখাক তৃণমূল।” প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাত্র দিবসের প্রতিষ্ঠা দিবসে হুঙ্কার দেন, “পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার অভিযোগের তদন্ত করতে কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের দল আসছে৷ কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে কেন চুপ করে বসে আছে তারা?” বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কাজে লাগানোর অভিযোগে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন তারই প্রতিবাদ করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আরও পড়ুন: মাথা গুঁজে এক মনে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির পরীক্ষা দিচ্ছিলেন, কোমরে দড়ি বেঁধে নিয়ে গেল পুলিশ

Next Article