‘কখনও তৃণমূল ছাড়িনি’, হাত ছেড়ে ফের ঘাসফুলে যোগ দিয়ে মন্তব্য শিখা মিত্রের

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Aug 29, 2021 | 4:02 PM

Sikha Mitra: "আমি কোনওদিন তৃণমূল ছাড়িনি। কাজ করতে গেলে অনেক সময়ই হয়। মতানৈক্য হতেই পারে। মমতা বন্দ্য়োপাধ্যায় আমায় শ্রদ্ধা করে। মমতা নিজে ফোন করে খোঁজ নিয়েছেন। ওঁর ইচ্ছে পূরণ করলাম।" 

কখনও তৃণমূল ছাড়িনি, হাত ছেড়ে ফের ঘাসফুলে যোগ দিয়ে মন্তব্য শিখা মিত্রের
নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: ৬ বছর পর আবার তৃণমূলেই (TMC) ফিরলেন শিখা মিত্রের (Sikha Mitra)। রবিবার ঘাসফুলের পতাকা তুলে নিয়ে প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের স্ত্রী শিখা যদিও দাবি করেন, তিনি কখনই তৃণমূল ছাড়েননি। শুধু সামান্য কিছু মতবিরোধ হওয়ার কারণে তিনি সরে গিয়েছিলেন। এদিন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় এবং চৌরঙ্গির বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক শিখা মিত্র। একই সঙ্গে তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের আরও দুই নেতা, শুভ্রা ঘোষ এবং অমিত ঘোষ।

শিখা মিত্রের হাতে ঘাসফুল পতাকা তুলে দিয়ে মালা রায় মন্তব্য করেন ‘বঙ্গ জননী’-তে ভাল পদ দেওয়া হবে শিখা মিত্রকে।” অনন্যদিকে হাত ছেড়ে ঘাসফুলে এসে শিখা মিত্রের মন্তব্য, “আমি কোনওদিন তৃণমূল ছাড়িনি। কাজ করতে গেলে অনেক সময়ই হয়। মতানৈক্য হতেই পারে। মমতা বন্দ্য়োপাধ্যায় আমায় শ্রদ্ধা করে। মমতা নিজে ফোন করে খোঁজ নিয়েছেন। ওঁর ইচ্ছে পূরণ করলাম।”

উল্লেখ্য, বিধানসভা ভোটের সময়ই শিখা মিত্রের তৃণমূলে ফেরার জল্পনা তৈরি হচ্ছিল। তাছাড়া সোমেন ও শিখার ছেলে রোহন মিত্রের তৃণমূলে যোগ দেওয়া নিয়েও জল্পনাও ছড়ায়। তবে এর মধ্যে সোমেন মিত্রের মৃত্যুবার্ষিকীতে তাঁদের খোঁজখবর নিয়েছিলেন তৃণমূল। এদিন সেই প্রসঙ্গও তোলেন শিখা। বলেন মমতার সৌজন্যে তিনি আনন্দিত হয়েছিলেন।

অন্যদিকে একুশের বিধানসভা ভোটের মুখে শিখা মিত্রর সঙ্গে দেখা করতে যান শুভেন্দু অধিকারীও। বিজেপি প্রার্থী হিসাবেও তাঁর নাম ঘোষণা করা হয়। কিন্তু শিখা দেবী জানান তিনি বিজেপিতে যোগই দেননি। তাঁর অজান্তেই এটা করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে শুরু হয় বিতর্ক।

এদিকে বিধানসভা ভোটের ফল বেরনোর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন শিখা দেবী। বলেন বিজেপি বিরোধী প্রধান মুখ এখন মমতা। বিজেপি বিরোধিতার প্রধান মুখ। এদিন তৃণমূলে যোগ দেওয়া পরেও স্বাভাবিকভাবেই শিখা মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন। তিনি বলেন, সোমেন মিত্রের মৃত্যুবার্ষিকীতে মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন। পরে তাঁর বাড়িতে গিয়ে তৃণমূলে যোগদানের প্রস্তাব দিয়ে আসেন মালা রায়। সেদিনই তিনি তৃণমূলে যোগ দেওয়ার সম্মতি দেন বলে জানান শিখা দেবী। এদিন তৃণমূলে যোগ দেওয়ার পরে শিখা মিত্র বলেন, তিনি তৃণমূল ছাড়েননি। ভুল বোঝাবুঝির কারণে সরে গিয়েছিলেন। কিন্তু গত ৬ বছরে কোনও রাজনৈতিক দলেও তিনি যোগ দেননি।

শিখা মিত্র তৃণমূলে ফিরলেও, এখনও কংগ্রেসেই রয়েছেন তাঁর ছেলে রোহন মিত্র। যদিও প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় তৃণমূলে যোগ দেওয়ার পরও তাঁরও কংগ্রেসত্যাগের জল্পনা তৈরি হয়েছে। পাশাপাশি এদিন তৃণমূলে যোগ দেন কংগ্রেস নেত্রী শুভ্রা ঘোষ। তৃণমূলে যোগ দিয়ে তিনি কংগ্রেস দল এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কড়া সমালোচনা করেন। এ নিয়ে অধীর চৌধুরী অবশ্য বলেছেন, সোমেন মিত্র এবং শিখা মিত্র একটা সময়ে তৃণমূলে গিয়েছিলেন, আবার ফিরেও এসেছিলেন। সেক্ষেত্রে শিখা মিত্র ফের তৃণমূলে যোগদান করলেন। এ নিয়ে বিশেষ কিছু বলার নেই তাঁর। আরও পড়ুন: ‘ভাইপোর ১২ কোটি টাকার বাড়ি, কোথা থেকে আসল সবাই বোঝে’, সিবিআই প্রসঙ্গে দিলীপ 

Next Article