Justice Abhijit Ganguly: বইমেলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়, উপহার পেলেন ‘ইনসাফ যাত্রার ডায়েরি’, নেড়েচেড়ে দেখলেন চে’র বই

Pradipto Kanti Ghosh | Edited By: Soumya Saha

Jan 22, 2024 | 11:54 PM

Kolkata Book Fair: সোমবার সন্ধেয় বইমেলায় ৫৮৫ নম্বর স্টলে যুবশক্তির ইনসাফ যাত্রার ডায়েরির যে তাকটি রয়েছে, সেটির সামনেও বইপত্র নেড়েচেড়ে দেখেন অভিজিৎবাবু। এদিন স্টলে ঘুরে নিজের পছন্দ মতো বেশ কিছু বই কেনেন তিনি। সঙ্গে বিশিষ্ট ব্যক্তি হিসেবে উপহার ও সাম্মানিক 'ইনসাফ যাত্রার ডায়েরি' তুলে দেন যুবশক্তির বইমেলার স্টলে থাকা সদস্যরা।

Justice Abhijit Ganguly: বইমেলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়, উপহার পেলেন ইনসাফ যাত্রার ডায়েরি, নেড়েচেড়ে দেখলেন চের বই
বইমেলায় যুবশক্তির স্টলে বিচারপতি গঙ্গোপাধ্যায়
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: আন্তর্জাতিক কলকাতা বইমেলায় সোমবার ঘুরে গেলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বইমেলায় বেশ কিছুটা সময় কাটান তিনি। ঘুরে দেখেন বিভিন্ন স্টল। ডিওয়াইএফআই-এর যুবশক্তির স্টলেও যান বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। নেড়েচেড়ে দেখেন কিউবা বিপ্লবের বই। চে গেভারার লড়াই-সংগ্রাম সংক্রান্ত আরও একটি বইও হাতে নিয়ে নেড়েচেড়ে দেখেন তিনি। যুবশক্তির এবারের স্টলে বিশেষ আকর্ষণ হল ‘ইনসাফ যাত্রার ডায়েরি’। কিছুদিন আগেই ডিওয়াইএফআই-এর ব্রিগেডের দিন এই বই প্রকাশিত হয়েছিল। সোমবার সন্ধেয় বইমেলায় ৫৮৫ নম্বর স্টলে যুবশক্তির ইনসাফ যাত্রার ডায়েরির যে তাকটি রয়েছে, সেটির সামনেও বইপত্র নেড়েচেড়ে দেখেন অভিজিৎবাবু।

বইমেলায় যুবশক্তির স্টলে বিচারপতি গঙ্গোপাধ্যায়

এদিন স্টলে ঘুরে নিজের পছন্দ মতো বেশ কিছু বই কেনেন তিনি। সঙ্গে বিশিষ্ট ব্যক্তি হিসেবে উপহার ও সাম্মানিক ‘ইনসাফ যাত্রার ডায়েরি’ তুলে দেন যুবশক্তির বইমেলার স্টলে থাকা সদস্যরা। উল্লেখ্য, কলকাতা বইমেলা হল শহর, শহরতলি তথা গোটা বাংলার বইপ্রেমীদের কাছে এক অত্যন্ত কাছের জায়গা। বিভিন্ন দেশ-বিদেশের বই তো বটেই, কলকাতার সব ছোট-বড় প্রকাশনা সংস্থাগুলি নিজেদের বই নিয়ে হাজির হয় এখানে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও কলকাতা বইমেলার মিল দীর্ঘদিনের।

২০২৩ সালের কলকাতা বইমেলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় (ফাইল ছবি – টিভি নাইন বাংলা)

গতবছর যখন কলকাতা বইমেলায় এসেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, তখন নিজেই জানিয়েছিলেন সেকথা। শুনিয়েছিলেন, ছোটবেলায় বন্ধুদের সঙ্গে বইমেলায় আসার স্মৃতিকথা। তাঁর মতে, বইমেলা হল বাঙালির কাছে ‘চতুর্দশ পার্বণ’, না এলেই মনে হয় ‘কিছু একটা মিস হয়ে গেল’। গতবার যখন কলকাতা বইমেলায় এসেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, তখনও মার্কসীয় সাহিত্য নেড়েচেড়ে দেখেছিলেন তিনি। আর এবারও কলকাতা বইমেলায় এসে যুবশক্তির স্টলে কিউবা বিপ্লব ও চে গেভারা সংক্রান্ত অন্যান্য বই নেড়েচেড়ে দেখলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। যুবশক্তির স্টল থেকে তাঁকে উপহার দেওয়া হল ইনসাফ যাত্রার ডায়েরিও।

মূলত ইনসাফ যাত্রায় যারা হেঁটেছেন, সব পথ পাড়ি দিয়েছিলেন, তাঁদের নিজেদের চলার পথে বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছে এই বইতে। এবারের বইমেলায় রবিবার সন্ধ্যায় যুবশক্তির স্টল উদ্বোধন করেছেন এই ইনসাফ যাত্রার পদযাত্রীরা।

Next Article