সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এগিয়ে বাংলা, চারে কলকাতা, আটে যাদবপুর

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 09, 2021 | 5:56 PM

NIRF Ranking: কলকাতা বিশ্ববিদ্যালয় সাংহাট র্যাঙ্কিংয়ে ইতিমধ্যেই প্রথম হয়েছিল। এনআইআরএফ-এর  র্যাঙ্কিংয়ে রাজ্যের অধীনস্থ বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে।

সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এগিয়ে বাংলা, চারে কলকাতা, আটে যাদবপুর
এনআইআরএফ-এর তালিকায় চারে কলকাতা বিশ্ববিদ্যালয় ও আটে যাদবপুর বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

Follow Us

কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে নতুন পালক। দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় আবারও কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থান ন্যাশনাল ইন্ডিয়ান র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা এনআইআরএফ (NIRF Ranking 2021) তালিকায় প্রথম দশের মধ্যে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয় জায়গা করে নিল। আরও স্পষ্ট করে বললে, রাজ্যস্তরের বিচারে প্রথম হল কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)। কারণ এই তালিকায় প্রথম তিনটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অধীনস্থ।

এবারের তালিকায় ৪ নম্বরে স্থান করে নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। অষ্টম স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। উল্লেখ্য, গতবছর এই তালিকায় সপ্তম স্থানে ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে অনেকটা এগিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়।

এই তালিকায় প্রথমে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ব্যাঙ্গালোরের নাম। দ্বিতীয় স্থানে রয়েছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, তিনে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। তারপরই কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম।

কলকাতা বিশ্ববিদ্যালয় সাংহাই র‍্যাঙ্কিংয়ে ইতিমধ্যেই প্রথম হয়েছিল। এনআইআরএফ-এ র‍্যাঙ্কিংয়ে রাজ্যের অধীনস্থ বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে। বারবারই সেরার সেরা শিরোপা পাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। শিক্ষাবিদরা বলছেন, এর কারণ হল ইতিহাস ও আধুনিকতার মেলবন্ধন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত একাধিক উন্নয়ন হয়েছে গত কয়েক বছরে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ডিজিটালাইজড। ইতিমধ্যেই একাধিক আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্বাক্ষর করেছে।
সব মিলিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো, ঐতিহ্য, আধুনিকতা, রীতি- সবটা একসঙ্গে সেরার সেরা শিরোপা এনে দিচ্ছে।

কলকাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বলেন, “এই তালিকায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওপরে যে তিনটি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেগুলি কেন্দ্রীয় অধীনস্থ। ভারতের মধ্যে রাজ্য ভিত্তিক তালিকার ক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থান প্রথম।”

তাঁর কথায়, “যে কোনও সাফল্যই এগিয়ে চলার ক্ষেত্রে অনুপ্রেরণা দেয়। এই যে ইন্ডিয়ান র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা এনআইআরএফ তালিকায় কলকাতা বিশ্ববিদ্যালয় চতুর্থ ও রাজ্যের মধ্যে প্রথম হয়েছে, তাতে আমরা সকলেই ভীষণ অনুপ্রাণিত। আমাদের এগিয়ে চলার ক্ষেত্রে আরও বেশি মনের জোর বাড়াবে। ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করবে। অধ্যাপকরা অত্যন্ত অনুপ্রাণিত হয়েছেন।”

তালিকায় আইআইটি খড়গপুর পেয়েছে ২০২১ সালের অন্যতম সেরা গবেষণা কেন্দ্রের স্বীকৃতি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক দেশের গবেষণা কেন্দ্রগুলির মধ্যে মাত্র পাঁচটিকে নির্বাচিত করে ছিল। সেই তালিকায় স্থান জায়গায় হয়েছে খড়গপুর আইআইটির।

১০ টি ইঞ্জিনিয়ারিং কলেজের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে খড়্গপুর আইআইটি। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে আইআইটি মাদ্রাজ। দ্বিতীয় স্থানে আইআইটি দিল্লি ও তারপর আইআইটি বম্বের স্থান।

দেশে সেরা কলজে ও বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই নিয়ে ছ’বার তালিকা প্রকাশ করল ন্যাশনাল ইন্ডিয়ান র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা এনআইআরএফ। এই তালিকায় একদিকে রয়েছে ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, ম্যানেজমেন্ট, সার্বিক গবেষণার মতো ক্যাটাগরি।

আরও পড়ুন: কাছে যেতেই হঠ করে চোখ মেলে তাকাল ৩ দিনের ‘পচা লাশ’, মাঝ নদীতে ছ্যাঁৎ করে উঠল গ্রামবাসীদের বুক!

 

Next Article