কাছে যেতেই হঠ করে চোখ মেলে তাকাল ৩ দিনের ‘পচা লাশ’, মাঝ নদীতে ছ্যাঁৎ করে উঠল গ্রামবাসীদের বুক!
Paschim Medinipur: তবে গ্রামবাসীরা জানাচ্ছেন, ওই ব্যক্তি নিজের পরিচয় দিতে পারছিলেন না। নাম-ঠিকানা কিছুই বলতে পারছিলেন না।
প্রায় তিন দিন ধরে কাঁসাই নদীর জলে ভাসছিল মাঝবয়সী এক ব্যক্তি। দেখে মনে হচ্ছিল জীবিত নন তিনি। কিন্তু সেই দেহ তুলতে গিয়েই বিপত্তি। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় তিন দিন ধরে এক ব্যক্তির দেহ ভাসছে গ্রামের পাশের কাঁসাই নদীতে। কোনও ভাবেই ওই দেহের কাছে পৌঁছানো যাচ্ছিল না।
কিন্তু দেহে পচন ধরে জল দূষিত হবে, এলাকায় কটু গন্ধ বেরোবে, সেই ভেবেই বৃহস্পতিবার সকালে একটি নৌকা নিয়ে কয়েক জন গ্রামবাসী ওই ব্যক্তির কাছে পৌঁছন। দেখা যায়, বছর পঞ্চান্নর এক ব্যক্তি দিব্যি তাকিয়ে জলে ভাসছেন। গ্রামবাসীদের দিকেও তাকান তিনি।
তবে গ্রামবাসীরা জানাচ্ছেন, ওই ব্যক্তি নিজের পরিচয় দিতে পারছিলেন না। নাম-ঠিকানা কিছুই বলতে পারছিলেন না। পরে খবর দেওয়া হয় ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরীর কাছে। পাশাপাশি দাসপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায়কেও খবর দেন গ্রামবাসীরা।
প্রশাসনের তৎপরতা শুরু হয়। কিন্তু তার আগেই দাসপুরের গুড়লি ঘোল পাড়ার কয়েকজন বিষয়টি জেনে ওই ব্যক্তির খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। পরে দাসপুর পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।
উদ্ধারকারী এক গ্রামবাসী বলছেন, “আসলে লোকটা নদীর পলিমাটিতে আটকে ছিল। এমনভাবেই তিন দিন একইভাবে পড়ে ছিলেন মনে হচ্ছিল যেন মৃত। আমরা কাছে যেতেই তাকায় আমাদের দিকে।” ঝাকড়া চুল-গাল ভর্তি দাড়িগোঁফের আড়ালে ওই ব্যক্তির নির্বাক দৃষ্টি যেন কৃতজ্ঞতার পরিভাষা!
পুলিশ জানিয়েছে, এক ব্যক্তিকে নদী থেকে উদ্ধার করা হয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, ওই ব্যক্তি তিন দিন একইভাবে জলে ভেসেছিলেন। ব্যক্তির সে অর্থে শরীরে কোনও অসুবিধা নেই। তবে দীর্ঘক্ষণ জলে থাকায় যে টুকু খারাপ অবস্থা হয়েছে, তাতে চিকিত্সার প্রয়োজন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ওই ব্যক্তি কোনওভাবে কথা বলছেন না। নিজের নাম পরিচয়ও বলতে পারছেন না। আশেপাশের থানাগুলিতে খবর দেওয়া হয়েছে।
এই ব্যক্তির ছবিও থানাগুলিতে দেওয়া হয়েছে। এরকম কেউ আশেপাশের গ্রামগুলিতে নিখোঁজ রয়েছেন কিনা, কোনও পরিবার নিখোঁজ ডায়েরি করেছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে গ্রামবাসীদের অনেকের মতে, হতে পারে এই ব্যক্তি ভবঘুরে। তাঁর চেহারা সে কথাই বলছে।
আরও পড়ুন: দুটো মাথা, চারটে হাত-পা, একটা দেহ! বিরলতম ঘটনার সাক্ষী রায়গঞ্জ